adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হচ্ছে

image_71855_0 (1)ঢাকা: ১৮ দলের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে দূরপাল্লার বাস চলাচল। বুধবার সন্ধ্যা ৬টার পর হরতাল শেষে রাজধানীর আন্তঃজেলা গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালের চেহারা আগের অবস্থায় ফিরতে থাকে।

গত কয়েকদিন থেকে রাজধানীতে অল্প-বিস্তর যান চলাচল করলেও দূরপাল্লার পরিবহন চলাচল ছিল না বললেই চলে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাসসহ বিভিন্ন রুটের একাধিক যানবাহন। পাশাপাশি রেল ও লঞ্চ চলাচল রয়েছে স্বাভাবিক।

রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল সূত্রে জানা গেছে, বিরোধীদলের হরতাল-অবরোধকে উপেক্ষা করে সকাল থেকেই যাত্রীরা রাজধানীর সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে এসে জড়ো হতে থাকে। তাই যাত্রীদের সুবিধার্থে দেশে বিভিন্ন রুটে যাত্রীবোঝাই করে দূরপাল্লার বাস ছেড়ে গেছে এবং বিভিন্ন জেলা থেকে টার্মিনালে ঢুকেছে বিভিন্ন পরিবহন।

মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন রুটে যাত্রী নিয়ে ছেড়ে গেছে বলে টার্মিনাল সূত্র জানায়। এ সময় টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুরসহ দেশের বিভিন্ন রুটে যাত্রী নিয়ে দূরপাল্লার বাস মহাখালী টার্মিনাল থেকে ছেড়ে গেছে।

মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, ‘সকাল থেকেই মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। তবে যাত্রী কিছুটা কম ছিল। যাত্রীদের চাহিদার আলোকে আমরা যানবাহন চলাচলের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘পুলিশি নিরাপত্তা আমরা নিজেরাই প্রত্যাহার করে নিয়েছি। কারণ পুলিশের কারণে অনেক সময় যাত্রী কম হতো। সাধারণ যাত্রী পুলিশকে ভয় পায়।’

সোহাগ পরিবহনের গাবতলী শাখার ম্যানেজার সোলাইমান হোসেন বলেন, ‘অবরোধ থাকলেও হরতাল নেই, তাই আমরা বাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ৭টার গাড়ির টিকিট বুকিং চলছে। যাত্রী হলেই বাস ছেড়ে দেয়া হবে।’

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যান চলাচল করছে। তবে যাত্রী তুলনামূলক কিছুটা কম ছিল জানা গেছে। এছাড়া রাজধানীর আশপাশের জেলায় স্বাভাবিকভাবে বাস চলাচল করতে দেখা গেছে।

অন্যদিকে কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে স্বাভাবিকভাবে ট্রেন ও লঞ্চ চলাচল করে। তবে ঘন কুয়াশা ও নাশকতার কারণে ট্রেনের শিডিউলে ব্যাপক বিপর্যয় লক্ষ্য করা গেছে।

কমলাপুর হানিফ পরিবহনের টিকিটে মাস্টার তনয় ঘোষ বলেন, ‘আমরা গাড়ির টিকিট দিচ্ছি যাত্রীদের। যাত্রী হলেই যথাসময়ে আমাদের গাড়ি ছেড়ে যাবে।’

লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সহিদুল ইসলাম ভুইয়া বলেন, ‘আমাদের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। আগে যত যাত্রী হতো। সেটা এখন নেই। যাত্রীদের মনে আতঙ্ক দূর হয়নি। ১৮ দল আর যদি কোনো কর্মসূচি না দেয় তা হলে আগামী দু’এক দিনের মধ্যে যাত্রীদের চাপ বেড়ে যাবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া