adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জনদৃষ্টি সরাতে সংখ্যালঘুদের ওপর হামলা করছে সরকার: ফখরুল

image_63134_0ঢাকা: সমালোচনার মুখে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার পরিকল্পিতভাবে  সংখ্যালঘু হিন্দুসম্প্রদায়ের ওপর হামলা করছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, “৫ জানুয়ারির পাতানো নির্বাচনে ভোটারদের অনুপস্থিতি, দেশবাসীর স্বতঃস্ফূর্ত বর্জন এবং দেশ-বিদেশে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রবল সমালোচনার মুখে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যশোর, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ দেশব্যাপী সংখ্যালঘু হিন্দুসম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা করা হচ্ছে।”

বিবৃতিতে বিএনপির মুখপাত্র দেশব্যাপী যৌথ বাহিনী দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগের পাশাপাশি সন্ত্রাসী  কর্তৃক সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, “প্রহসনের নির্বাচনে নিজেদের বিজয়ী ঘোষণা করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দল নিধনের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দেশকে এক  চরম নৈরাজ্য ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।”

ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করে বলেন, “যৌথ বাহিনী দিয়ে  সারা দেশে বিরোধী দলের তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার এবং যৌথ বাহিনীর সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। নিজেদের লোকজন দিয়ে স্কুলঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়ে এর দায় চাপানো হচ্ছে বিরোধী দলের ওপর।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সরকারের কোনো ষড়যন্ত্র, অপপ্রচার ও অপকৌশল গণ-আন্দোলনকে কলুষিত করে স্তব্ধ করতে পারবে না। জনতার যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণ শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর।”

মির্জা ফখরুল সব ধর্ম, বর্ণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা মোকাবেলায় ১৮ দলীয় জোটের সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীকে সদাসতর্ক থাকার এবং তাদের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহবান জানান

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া