adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিজায়ী পাখি কমছে আশঙ্কাজনক হারে

image_62886_0ঢাকা: জলবায়ু পরিবর্তনের ফলে সাইবেরিয়া, হিমালয়সহ শীত প্রধান অঞ্চল থেকে সাম্প্রতিক বছরগুলোতে দেশের উত্তরাঞ্চলের খাল, বিল, হাওর, নদী- নালায় অতিথি পাখী (পরিজায়ী পাখি) আগমনের হার আশংকাজনভাবে হ্রাস পেয়েছে।

তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির প্রভাবে শীত প্রধান হিমালয়, সাইবেরিয়া, নেপাল, মঙ্গোলিয়ান এলাকায় শীতকালেও পাখীদের বসবাস উপযোগী আবহাওয়া বিরাজ করায় বাংলাদেশে এসব পাখী আগমনের হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।

এর ফলে অদূর ভবিষ্যতে এসব পরিজায়ি পাখির আগমন বিশেষ করে শীতকালে যে সব পাখীর বাংলাদেশে আগমন ঘটতো তার সংখ্যা আরো কমে যাবে বলে আশংকা প্রকাশ করেছেন আরডিআরএস এর কৃষি ও আবহাওয়া বিষয়ক সমন্বয়ক মামনুর রশীদ।

এলাকার বয়োবৃদ্ধ লোকজন বলছেন, বর্তমানে স্বল্প সংখ্যক বালি হাঁস, লেঞ্চা বালি হাঁস,রাঙাময়ুরি, পান্থামুখী, চখা-চখি, ও খঞ্চনার মতো পরিজায়ি পাখী এ এলাকায় আকাশে উড়তে দেখা যায়।

এলাকার বহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার ও ধরলা বেসিনের নুনখাওয়া, মাদারগঞ্জ, নারায়নপুর, বেরুবাড়ি, যাত্রাপুর, বেগমগঞ্জ, হাতিয়া, কোদালকাটি, অষ্টোমির চর, নয়ার হাট, মোহনগঞ্জ কেতাব খান এবং তাজের হাট এলাকায় স্বল্প সংখ্যক পরিজায়ি পাখি এখন দেখা যাচ্ছে। এছাড়া এলাকার আরো কিছু দীঘি ও জলা ভূমিতেও অত্যন্ত নগণ্য সংখ্যায় এসব পাখি দেখা যায়।

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যান বিশেষজ্ঞ খন্দকার মেসবাহুল ইসলাম বলেন, সাধারণত: এসব পরিজায়ি পাখি দেশের জলাভূমি, চর এলাকা, বিলসহ নদী-নালায় অস্থায়ীভাবে আশ্রয় নিয়ে থাকে। মার্চের দিকে এরা আবার ফিরে যায়।

ব্রাকের কৃষি বিষয়ক সহযোগি পরিচালক ড. এম এ মজিদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দেশের জীব-বৈচিত্র্যের পাশাপাশি কৃষি পরিবেশ ও প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

এর ফলে পরিজায়ী পাখির আগমন অনেক কমেছে। সাথে সাথে এদর অবস্থান কালও হ্রাস পাচ্ছে।

এ অবস্থায় বিশেষজ্ঞ ও এলাকার সাধারণ মানুষ এসব পরিজায়ি পাখি রক্ষায় বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের ওপর জোর দিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া