adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন বাতিলের দাবিতে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

image_71425_0ঢাবি: সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বাতিল করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালযের বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল। একই সঙ্গে নতুন তফসিল ঘোষণা করে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে ক্যাম্পাসে মানববন্ধনও করেছেন তারা।

মঙ্গলবার বেলায় ১টায় বিশ্ববিদ্যালযের ভিসি চত্বরে সচেতন শিক্ষকবৃন্দের ব্যানোরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সাদা দলের আহ্বায়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, সাবেক উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, সিনেট শিক্ষক তাজমেরি এস ইসলাম, শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক আখতার হোসেন খান, সদস্য লুৎফর রহমান, অধ্যাপক ড. সুকমল বড়ুয়া, অধ্যাপক ড. আবুল হাসনাতসহ দেড়শতাধিক শিক্ষক।

মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন বলেন, ‘এ নির্বাচন একদলীয় নির্বাচন হয়েছে। আমরা কোনোভাবেই এই নির্বাচনকে স্বীকৃতি দিতে পারি না। যারা এ নির্বাচনে সরকার গঠনের স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশে বলতে চাই, এ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হলে তা হবে অবৈধ্য সরকার। তাই আমরা বলতে চাই, দেশের গণতন্ত্রের জন্যই এ নির্বাচন বাতিল করে সুষ্ঠু নির্বাচন দিন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া