adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৯৭ শতাংশ কেন্দ্রেই ভোট সুষ্ঠু হয়েছে, দাবি ইসির

image_62751_0 (1)ঢাকা: রাত আড়াইটায় দায়সারা সংবাদ ব্রিফিং করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ দাবি করেছেন, দশম সংসদ নির্বাচনে ৯৭ শতাংশ কেন্দ্রেই ভোট সুষ্ঠু হয়েছে। একই সঙ্গে সব দলকে না পাওয়ায় ‘হতাশা ও আক্ষেপ’ করেছেন।

দিনব্যাপী ভোটগ্রহণের পর ফলাফল প্রকাশের মধ্যে রোববার দিনগত রাত আড়াইটার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ ব্রিফিং করে তিনি এ দাবি করেন।

রোববার দুপুরের পর থেকে তিনি গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলেননি। মিডিয়াকে একধরনের এড়িয়ে চলেছেন ইসির কমিশনার ও কর্মকর্তারা।

তখনও পর্যন্ত ১৪৭ আসনের ভোটের সম্পূর্ণ ফল না আসায় ভোটের হার ও স্থগিত কেন্দ্রের পূর্ণাঙ্গ তথ্য জানাতে পারেননি কাজী রকিব। তিনি বলেন, “সহিংসতার কবলে পড়েছিল বেশ কিছু কেন্দ্র। এসব কেন্দ্রের তথ্য আসছে। খসড়া হিসেবে বলা যায়, ৯৭ শতাংশ কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে।”

নির্বাচন বর্জনকারী বিরোধী জোটের ভোট প্রতিহতের হুমকির প্রেক্ষাপটে রোববার সংঘাত-সহিংসতায় ২১ জনের মৃত্যুর মধ্যে ৫৯ জেলার ১৪৭ আসনে ভোটগ্রহণ চলে। গোলযোগের কারণে ভোট স্থগিত হয়েছে ৫৪০টি কেন্দ্রে।

বিরোধী দলের অনুপস্থিতিতে আক্ষেপ ও হতাশা প্রকাশ করে সিইসি বলেন, “সবার অংশগ্রহণ হলে নির্বাচন আরো সুন্দর ও ভালো হতো। আমরাও চেয়েছিলাম সুন্দর নির্বাচন। এজন্য সময়ও নিয়েছিলাম। ভেবেছিলাম প্রধান দুই রাজনৈতিক জোটের মধ্যে দূরত্ব কমে আসবে, সমঝোতা হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে আমাদের কাজ শেষ করতে হয়েছে। এ নির্বাচনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। ত্রুটি করিনি।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া