adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে সাঁড়াশী অভিযান আতঙ্কে প্রবাসীরা

image_62736_0রিয়াদ: সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশী অধ্যুষিত স্থান হারাতে (হাই আল উজারা) হঠাৎ করেই চলছে সাঁড়াশী অভিযান। ভিলায় ভিলায় রেইড দিয়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছে অবৈধ প্রবাসীদের। ৫ জানুয়ারি বিকাল আনুমানিক ৫টা থেকে এই অভিযান শুরু হয়ে এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন দিক থেকে আসা হারার সবগুলো প্রবেশদ্বারে বসানো হয়েছে অস্থায়ী চেক পয়েন্ট। পুরো হারা জুড়েই প্রতি মুহূর্তে রীতিমত মহড়া দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িবহর। চেক বসানো হয়েছে প্রতিটি গলির মুখে। তবে এ পর্যন্ত মোট কতজন প্রবাসী গ্রেফতার হয়েছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।



হারাতে বসবাসরত বিশিষ্ট কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল মুঠোফোনে নতুন বার্তা ডটকমকে বলেন, “আমার চোখের সামনে কয়েকজনকে তুলে নিয়ে গেল। আমি তাদের জন্য কিছুই করতে পারলাম না। একজনকে জিজ্ঞাসা করলাম এদের অপরাধ কী? জবাবে বলল, এদের কাছে ইকামা নেই। আমার চোখের সামনে দিয়ে তাদের ধরে নিয়ে গেল আর আমি অসহায়ের মতো তাকিয়ে থাকলাম।”



হারাতে বসবাসরত আরেক প্রবাসী মনিরুজ্জামান নতুন বার্তা ডটকমকে বলেন, “বাসা থেকে বের হওয়া যাচ্ছে না, অনেক ধরপাকড় চলছে। প্রতি মুহূর্তে পুলিশের গাড়ি টহল দিচ্ছে কি হচ্ছে বুঝতে পারছি না।”



এসময় তিনি আরো বলেন, “এক ভিলা থেকে ৬ জন এবং অপর আরেকটি ভিলা থেকে ১৬ জনকে ধরে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর তারা সবাই বাংলাদেশী।”



বিষয়টি জানতে প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি ঠিক বুঝে উঠতে পারছি না। কী থেকে কী হচ্ছে। তবে আমি গণমাধ্যমের বরাত দিয়ে বলব, প্রবাসীরা সবাই যেন সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকেন।”



এই বিষয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রধান কর্মকর্তা আইয়ুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি একটু অসুস্থ আছি, আপনি শ্রম কাউন্সিলর ড. এমদাদুল হককে ফোন করুন।” পরে ড. এমদাদুল হকের ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

 

এই অবস্থায় রিয়াদের প্রবাসীরা রয়েছে আতঙ্কে। এখন পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। প্রচুর বৃষ্টিপাত তবুও থেমে নেই এই সাঁড়াশী অভিযান। এ অবস্থায় হারার বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রিপোর্টটি লেখা পর্যন্ত ভিলায় ভিলায় রেইড দিয়ে ধরা হচ্ছে অবৈধ প্রবাসীদের।



এদিকে গত ৩ জানুয়ারি সৌদি বাদশার বিশেষ ক্ষমার মেয়াদ দুই মাসের জন্য বর্ধিত করা হয় মর্মে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এই বর্ধিত করা বিশেষ ক্ষমা বাংলাদেশীদের জন্য প্রযোজ্য কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।



প্রসঙ্গত, ইতিপূর্বেও ৩ নভেম্বরের ২০১৩ পর এক মাসের বর্ধিত করা হয়, কিন্তু তখনও এই বিশেষ ক্ষমা বাংলাদেশীদের জন্য প্রযোজ্য ছিল না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া