adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবির বিজয় একাত্তর হলে প্রভোস্ট নিয়োগ

image_71062_0ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত বিজয় একাত্তর হলের প্রথম প্রভোস্ট হিসেবে আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পেয়েছেন টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভূইয়া।

শনিবার বাংলামেইলকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাবি উপর্চায অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এদিকে গত বৃহস্পতিবার নিয়োগপত্র হাতে পেয়েছেন বলে জানিয়েছেন ড. আলম ভুইয়া। নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট জানান আগামী ৬ জানুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে হল কার্যালয়ে গিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

ড. আলম ভুইয়া নবনির্মিত সর্বাধুনিক বিজয় একাত্তর হলকে আন্তর্জাতিক মানের হল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘সবদিকে এ হলটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মডেল হল হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করা হবে। শিক্ষার্থীরা যাতে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা পায় সে ব্যাপারে আমার কিছু পরিকল্পনাও রয়েছে।’

একহাজার শয্যা বিশিষ্ট এ হলে চলতি বছর থেকেই শিক্ষার্থী উঠতে পারবে বলেও জানান তিনি। তবে কিসের ভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে তা জানাতে পারেননি তিনি।

উল্লেখ, ১৯৯৭ সালে আলম ভুইয়া ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ২০১২ তারিখে তিনি চলচ্চিত্র ও ফিল্ম অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেব যোগ দেন।

তিনি কানাডার সায়মন ফ্রেজার ইউনিভার্সিটিতে বেশ কিছুদিন শিক্ষকতা করেছেন। ড. আলম ভুইয়া ঢাবির বর্তমান সিনেটেরও অন্যতম সদস্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া