adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াত ছেড়ে আলোচনায় আসুন

image_71253_0ঢাকা:  প্রধান বিরোধী দলকে সন্ত্রাসী ও যুদ্ধাপরাধী জামায়াতকে ত্যাগ করে শান্তিপূর্ণ আলোচনায় আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দশম জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন সোমবার বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ব্রিফিংয়ে এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘জামায়াতের মতো সন্ত্রাসী দলকে বিএনপি না ছাড়লে তাদের মাথায় স্বাভাবিক রাজনৈতিক চিন্তা আসবে না। তাই তাদের ছেড়েই বিরোধী দলকে আলোচনায় আসতে হবে।’ রোববার অনুষ্ঠিত নির্বাচনে স্বাধীনতার সপক্ষের শক্তি ও গণতন্ত্রে বিশ্বাসীরাই শুধু অংশগ্রহণ করেছে বলেও দাবি করেন তিনি।
তবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিপি) নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাকা পাকা কমিউনিস্টদের তো আমি নিয়ে নিয়েছি। যেগুলো আছে তারা তো বহুধা বিভক্ত হয়ে গেছে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছে। তারা কেন নির্বাচনে আসেনি তা ওই নেতাদেরই জিজ্ঞাসা করা ভালো।’
এখন দেশকে শৃঙ্খলায় আনতে আগামীতে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসবেন কি না এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘বিরোধী দলের নেতা নির্বচান বর্জন করে একূল ওকূল দুই কূলই হারিয়েছেন। আগামী সরকার গঠন হলে তিনি বিরোধী দলীয় নেতাও থাকবেন না। তারপরও সরকার দেশের কথা চিন্তা করে যেকোনো সময় আলোচনায় বসতে পারে।’  
রোববারের নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কত শতাংশ ভোট পড়েছে এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, ‘জনগণ যতোটুকু দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট। সারাদেশে ১৮ হাজারের বেশি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং এসব কেন্দ্রে যথেষ্ট পরিমাণ ভোট পড়েছে। তবে সব কেন্দ্রের ফলাফল পেলেই নির্বাচন কমিশন এ শতাংশটা বলতে পারবে।’
মন্ত্রী এমপিদের দুর্নীতির বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে, মাথাপিছু আয় বেড়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই সাংসদের আয়ও বেড়েছে। তবে যাদের আয় মাত্রাতিরিক্ত বেড়েছে তাদের জন্য স্বাধীন দুর্নীতি দমন কমিশন আছে এ বিষয়টি অবশ্যই তারা দেখবে। আওয়ামী লীগ সরকার কখনো দুর্নীতিকে প্রশয় দেয়নি দিবেও না।’
বিকেল পৌনে ৫টায় সংবাদ সম্মেলনের শুরুতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশন (ইসি), সরকার, দল ও জনগণকে এবং একই সঙ্গে সবার পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উল্লেখ্য, রোববার মোট ১৪৭টি আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ১০৫টিতে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর আগে আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী ১২৭ জন। সে হিসাবে দলটির মোট আসন সংখ্য ২৩২। আর সরকার গঠনে ন্যূনতম আসন প্রয়োজন ১৫১টি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া