adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুষ-দুর্নীতি মামলার প্রমাণিত আসামী ৩৭ হাজার

image_71107_0ঢাকা: চীনা কমিউনিস্ট প্রশাসন ৩৭ হাজার আমলাকে ব্যাপক ঘুষ-দুর্নীতির দায়ে চিহ্নিত করতে সমর্থ হয়েছে। প্রায় ২৭ হাজারেরও অধিক মামলার ভিত্তিতে তদন্ত করার পর এ ফল বেরিয়ে এসেছে। রবিবার চীনের প্রশাসনিক সূত্র হতে খবর পাওয়া গেছে।
মোট ২৭ হাজার ২৩৬ মামলার ভিত্তিতে রাষ্ট্রীয় তদন্ত পরিচালিত হয়। তন্মধ্যে ১২ হাজার ৮২৪টি ক্ষেত্রে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে। বার্তা সংস্থা সিনহুয়ার সূ্ত্রমতে, আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ৯০ কোটি মার্কিন ডলার।
সিনহুয়ায় চীনের সর্বোচ্চ বাদী সংগঠন সুপ্রিম পিপল’স প্রকিউরেটোরেট-এর দুজন মুখপাত্রের বিবৃতি উল্লেখ করা হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত মন্তব্য সংগ্রহ করা যায় নি।
সুপ্রিম পিপল’স প্রকিউরেটোরেট-এর প্রধান চ্যাও জিয়ানমিঙের ভাষ্য অনুযায়ী ২০০৮ সালের জানুয়ারী থেকে ২০১৩ সালের আগস্ট মাস পর্যন্ত ২ লাখ আমলার বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে।
চীনের কম্যুনিস্ট পার্টির প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট জি জিনপিং, তার শাসনকাল শুরুর বিগত ১ বছরে দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান এবং হুঁশিয়ারীর কথা বারবার ঘোষণা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এমন ধারা দুর্নীতি ভবিষ্যতে তার দলকে বিপর্যস্ত করে তুলবে।
তিনি প্রশাসনের উচ্চপদস্থ থেকে ‍শুরু করে নিম্নপদস্থদের, দলের বিশুদ্ধতা রক্ষা করার জন্যে সতর্ক করে দিয়েছেন। আমলাদের ভোজসভা এবং উপহার দেয়া নেয়ার ব্যাপারেও কঠোর নজরদারির আরোপ করা হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া