adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদ খানকে স্মরণ করলেন নিউ ইয়র্কের নাট্যকর্মীরা

image_62652_0নিউ ইয়র্ক: নানা আয়োজনে গত শুক্রবার সন্ধ্যায় সদ্যপ্রয়াত নাট্যশিল্পী ও নির্দেশক খালেদ খানকে স্মরণ করেছেন নিউ ইয়র্কের নাট্যকর্মীবৃন্দ। এই আয়োজনে ছিল স্মরণসভা, কবিতা ও গান। জ্যাকসন হাইটসের ফুডকোর্ট রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত এই স্মরণসভায় নিউ ইয়র্কের নাট্যকর্মীরা ছাড়াও বিপুলসংখ্যক সংস্কৃতিপ্রেমী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।



শুরুতে খালেদ খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। স্বাগত বক্তব্যে স্মরণসভার আহ্বায়ক বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন বাংলাদেশের নাট্যাঙ্গনে জনপ্রিয় অভিনেতা ও নাট্যনির্দেশক খালেদ খানকে নিয়ে স্মৃতিচারণ করেন।



তারপর একে একে গান, আবৃত্তি, স্মৃতিচারণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন স্বাধীন বাংলাবেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্র নাথ রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাব্যবস্থাপক রিয়াজ উদ্দিন বাদশাহ, নাট্যাভিনেত্রী রেখা আহমেদ, নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ মুজিব বিন হক, ফারুক আজম, স্বপ্না কাউসার, শিরিন রহমান, জিএইচ আরজু, শারমিন মহসীন, রানা ফেরদৌস, আবির আলমগীর, মিথুন আহমেদ, শ্যামা লিপি, লিটন ফিলিপস, সেমন্তী ওয়াহেদ প্রমুখ।



স্মরণসভায় বক্তারা বলেন,  “অভিনেতা হিসেবে নয়, গায়ক হিসেবেও তিনি ছিলেন অনন্য। সঙ্গীতে তার দারুণ দখল ছিল। তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে মুগ্ধ হতেন নাট্যাঙ্গনের শিল্পীরা।  নাটকের সংলাপ ও উচ্চারণে তিনি খুব সচেতন ছিলেন। খুব সহজেই যে কোনো চরিত্রের সঙ্গে মিশে যেতেন। সহকর্মী হিসেবে তিনি ছিলেন অনন্য। যুবরাজ শুধু অভিনয়শিল্পী ও নির্দেশকই নন, বেসিক শিল্পী হিসেবেও তিনি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। নিজ গুণেই খালেদ খান ন্যাটাঙ্গন এবং সাধারণ মানুষের মনে বিশাল একটা ভালোবাসার জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন “



অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহও মনজুর আহমেদ, সাংবাদিক মুহাম্মদ ফজলুর রহমান, সাংবাদিক নিনি ওয়াহেদ, কলামিস্ট হাসান ফেরদৌস অধ্যাপিকা হোসনে আরা বেগম, শফি চৌধুরী হারুন, সাংবাদিক শহীদুল ইসলাম, চ্যানেল আই টিভির আবীদ রহমান, সীতেশ ধর, জাকারিয়া মাসুদ জিকো, সরাফ সরকার, রাশেদ আহমেদ, তৈয়বুর রহমান টনি, মল্লিকা মুনা, সিসিলি আরজু, রোকেয়া হক, শাফী মাহমুদ, নাসরীন চৌধুরী, গোপাল স্বান্নঈ, আকবর হায়দার কিরণ, বসনীয়া, মুর্শেদা কাঁকন, নওরীন আজম, এম আর জামান, মনোজ খান, শহীদ চৌধুরী, ফজলে রাব্বী রাজিব, শওকত রিপন, শরীফ হোসেন, এ বি এম সালাউদ্দিন, আলমগীর চঞ্চল, কাউসার আহমেদ, ইমাম কাজী কাইয়্যূম, এনায়েত উল্লাহ, আজাদ আহমেদ, মনিকা রায়, শিমুল, শামীম মামুন লিটন, মনির, খাইরুল ইসলাম, জসিম সরকার, আবিদ রহমান প্রমুখ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া