adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নির্বাচনের গ্রহণযোগ্যতার ওপর নির্ভরশীল অর্থনীতির স্থিতিশীলতা

image_70811_0 (1)ঢাকা: চলমান রাজনৈতিক সহিংসতার কারণে দেশের সার্বিক অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়ায় অভ্যন্তরীণ বাজারও ভেঙে পড়ার উপক্রম। এছাড়া বাংলাদেশের অর্থনীতি আমদানি ও রপ্তানি নির্ভর। সুতরাং রোববার অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্য হওয়া না হওয়ার ওপরই নির্ভর করছে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি। এমনটাই মনে করছেন দেশের অর্থনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক ও ব্যবসায়ী নেতারা। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি তাদের সঙ্গে বাংলামেইলের কথা হয়। তারই নির্বাচিত অংশ তুলে ধরা হলো:

প্রধান বিরোধী দল অংশগ্রহণ না করায় দশম জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে এখনই প্রশ্ন উঠছে। তারপরও নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতার কারণে ভেঙে পড়া অর্থনীতিতে কোনো স্থিতিশীলতার আশার দেখছেন কি না জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং অর্থনীতিবিদ ড. সালেহ উদ্দীন আহমেদ বাংলামেইলকে বলেন, ‘যেভাবে নির্বাচন হচ্ছে, আমার মনে হয় রাজনীতিতে স্থিতিশীলতা না এলে অর্থনৈতিক স্থিতিশীলতাও আসবে না। আর এই নির্বাচনের মাধ্যমে হয়তো আইনিভাবে সরকার গঠিত হবে কিন্তু অস্থিতিশীলতা কমবে বলে মনে হয় না।’

আন্তর্জাতিক মহলে ইতোমধ্যে এ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিকভাবে সম্পর্কিত দেশগুলোর অবস্থান কেমন হবে জানতে চাইলে সাবেক এ গভর্নর বলেন, ‘যেহেতু দেশের তৈরি পোশাকশিল্প, প্রবাসী আয় ছাড়াও অন্যান্য শিল্পের ক্ষেত্রে আমরা বিদেশের ওপরে নির্ভরশীল, সেকারণে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের দূরত্ব বাড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘বিদেশিরা হয়তো নির্বাচনের পর সমাধানের জন্য অরো কিছুদিন দেখবেন। তারপরও যদি রাজনৈতিক দলগুলো সমঝোতায় না আসে তাহলে বাণিজ্যিক অবরোধও দিতে পারেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বাংলামেইলকে বলেন, ‘এ পরিস্থিতি দেশের অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করছে। যে অবস্থা চলছে এমন চলতে থাকলে দেশের ভেতরে বিনিয়োগ এবং আন্তর্জাতিক বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। সুতরাং সমঝোতামূলক রাজনীতি ব্যবসা বাণিজ্যের জন্য খুবই প্রয়োজনীয়।’

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক বাণিজ্যিক গোষ্ঠীগুলো আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নেবে। রেমিট্যান্স কমে যাবে। প্রবৃদ্ধি অনেক নিচে নেমে যাবে।’

আর ৫ ডিসেম্বর রোববারের নির্বাচনকে কোনো নির্বাচন বলতে নারাজ অর্থনীতিবিদ আবু আহমেদ। সুতরাং এ নির্বাচনের মাধ্যমে দেশে কোনো স্থিতিশীলতা আসবে এমন সম্ভাবনাও তিনি দেখছেন না বরং আরো সহিংসতা বাড়ার আশঙ্কা করছেন। তিনি বলেন, ‘ সমঝোতা ছাড়া কোনো উপায় নেই। আর সমঝোতা না হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, তৈরি হবে না সুষ্ঠু ব্যবসার পরিবেশ।’

একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরই চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটাতে পারে। আগামীকাল রোববার একটি নির্বাচন হচ্ছে বটে কিন্তু এ নির্বাচন সে সমাধান দিতে পারবে বলে মনে করছে না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘নির্বাচন একটা হচ্ছে, কিন্তু এটাই সমাধান না। দুই দল যদি একটা সমাধানে না আসে তাহলে হরতাল অবরোধের মতো পরিস্থিতিও অব্যাহত থাকবে। ফলে দীর্ঘস্থায়ীভাবে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে।’

একইভাবে ব্যবসায়ী নেতারাও এ নির্বাচন নিয়ে আশাবাদী হতে পারছেন না। তারা প্রাণপণে চাচ্ছেন দেশের প্রধান দুই রাজনৈতিক দল একটা সমঝোতায় আসুক। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দীন বলেন, ‘আমার দু’দলের দিকে তাকিয়ে আছি। অপেক্ষায় আছি তারা কী করে তা দেখার জন্য। দুই দল না চাইলে অর্থনীতি চাপমুক্ত হবে না।’

গত কয়েক মাস ধরে চলা চরম রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তৈরি পোশাক খাত। অবরোধের কারণে পণ্য পরিবহন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিদেশি ক্রেতারা আতঙ্কে দেশে আসছেন না, অর্ডার প্রত্যাহার করছেন। অবরোধে রাস্তায় সহিংসতার ভয়ে ট্রাকের ভাড়া বেড়েছে কয়েকগুণ ফলে উৎপাদন খরচ বাড়ছে। ব্যবসায় মন্দার কারণে ডিসেম্বরে নতুন ন্যূনতম মজুরি বাস্তবায়নের কথা থাকলেও তা অনিশ্চিত হয়ে পড়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন, ‘এভাবে ব্যবসা-বাণিজ্য চলতে পারে না। যদি সমাধান না হয় তাহলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা আসবে কি না জানি না, তবে দু’পক্ষকেই এগিয়ে আসতে হবে। না হলে সমাধান হবে না। যে সরকারই থাকুক না কেন অর্থনীতির স্বার্থে, ব্যবসা বাণিজ্যের স্বার্থে, সমঝোতায় আসার কোনো বিকল্প নেই।’

অন্যদিকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা আ স ম আব্দুর রব আসন্ন এ নির্বাচনকে জবরদস্তির নির্বাচন হিসেবে অভিহিত করেছেন।

তাদের মতে, দেশে নির্বাচনের নামে তামাশা চলছে। জনগণের সঙ্গে রসিকতা করা হচ্ছে। এ নির্বাচনে দেশের আশিভাগ মানুষেরই সমর্থন নেই। এছাড়া বিদেশেও এ নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্যতা পাবে না। এ জবরদস্তির নির্বাচন দেশকে সহিংসতার দিকে ঠেলে দেবে।

সর্বোপরি নির্বাচন পরবর্তী সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভর করছে কোনো পথে হাঁটবে দেশের সার্বিক অর্থনীতি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া