adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলছে হরতাল-অবরোধ

image_62381_0ঢাকা:  বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের ডাকে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি চলছে। রোববারের দশম জাতীয় নির্বাচন ঠেকাতে অবরোধ কর্মসূচির পাশাপাশি এই কর্মসূচি দিয়েছে বিরোধীরা।

অন্যদিকে, অবরোধ চলাকালে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সহিংস ঘটনার পাশাপাশি ফেনী জেলার ছয়টি ভোটকেন্দ্রসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়েছিল নভেম্বর মাসের শেষ দিকে।

নির্বাচনকে সামনে রেখে ঢাকায় নির্বাচন কমিশন বলেছে, নাশকতার বিষয় বিবেচনায় রেখে আইন শৃংখলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, কমিশন শেষ মুহুর্তের প্রস্তুতি নিচ্ছে। জায়গায় জায়গায় ব্যালট পেপার পৌঁছে গেছে বলেও জানিয়েছেন তিনি।

তবে এই নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেত্রী খালেদা জিয়া অভিযোগ করেছেন, তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে।

একইসাথে মিসেস জিয়া এই নির্বাচন বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি অবরুদ্ধ বা আটক নন।

নির্বাচনের একদিন আগে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা হয়েছে। গত দু'দিনে ফেনীসহ বেশ কিছু জেলায় ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, তারা আশা করছেন শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন ভোটাররা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া