adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কেন্দ্র পুড়িয়ে নির্বাচন প্রতিহত করা যাবে না

image_70863_0ঢাকা: নির্বাচনপূর্ব এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সর্বদলীয় সরকারের শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘ভোটকেন্দ্র পুড়িয়ে নির্বাচন প্রতিহত করা যাবে না। আগামীকাল নির্বাচন হবেই। নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে।’
শনিবার বিকেল ৫টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তোফায়েল আহমেদ বলেন, ‘গণতান্ত্রিক ও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি না হওয়ার জন্যই ৫ জানুয়ারির নির্বাচন। বিএনপি-জামায়াত কারো সাধ্য নেই এই নির্বাচন বানচাল করে। কোন কোন জায়গায় কয়েকটি কেন্দ্রে বোমা হামলা করে বিশাল বাংলাদেশের নির্বাচন তারা বানচাল করতে পারবে না।বেগম খালেদা জিয়া গৃহবন্দি নয় উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘খালেদা জিয়া গৃহবন্দি নয়, তিনি মুক্ত। আর মুক্ত বলেই, বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করতে পারছেন। বিভিন্ন গণমাধ্যমে বার্তা প্রেরণ করতে পারছেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে ড্যান মজিনা ও গিবসন দেখা করেছেন। তিনি গত ৩ দিন ধরে সংবাদ সম্মেলন করেছেন। তিনি যদি গৃহবন্দি হতেন তবে বিদেশী কূটনীতিকরা তার সঙ্গে দেখা করতে পারতেন না। তিনি সংবাদ সম্মেলন করে কথা বলতে পারতেন না।’

গত শুক্রবার বিএনপির নেতাদের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করার জন্যই তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে খালেদা জিয়ার গৃহবন্দির মিথ্যা তথ্যটি প্রচার করছেন।’

আগামীকালের নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচন প্রতিহত করা হবে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। ক্ন্তিু তিনি তা করতে পারেননি। কারণ তার আন্দোলেনে জনগণের সম্পৃক্ততা নেই। তিনি ভাড়াটে সন্ত্রাসী ও জামায়াত-শিবির দিয়ে আন্দোলন করতে চান।’

বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বার্তা পাঠানো সম্পর্কে তিনি বলেন, ‘লন্ডন থেকে একটি ভিডিও বার্তা পাঠানো হয়েছে। কিন্তু যিনি বার্তাটি পাঠিয়েছেন তিনি কে? তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা আছে। বিএনপি সরকারের সময় হাওয়া ভবনের দুর্নীতির কারণে তার নামে মামলা করা হয়েছে।’

জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্ন্দান্দেজ তারানকোর উপস্থিতিতে দুদলের বৈঠকের কথা উল্লেখ করে তোফায়েল বলেন, ‘বিএনপিকে নির্বাচনে আনতে সরকার কম চেষ্টা করেনি। বৈঠকে আমরা বিএনপিকে বলেছিলাম আপনার যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তফসিল ১০ দিন পেছানো হবে। কিন্তু তারা বলেছিল তফসিল পেছানো নয়, তফসিল স্থগিত করে প্রধানমন্ত্রীকে তার পদে থেকে সরে দাঁড়াতে হবে।’

এ সময় তিনি বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে খালেদা জিয়াকে আহ্বান জানাই, জনগণের স্বার্থে জ্বালাও-পোড়াও রাজনীতি পরিহার করুন। তা না হলে আইনশৃঙ্খলা বাহিনী সবকিছু কঠোর হাতে দমন করবে।’

একাদশ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘দশম নির্বাচন হওয়ার পর কোন না কোন সময় একাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। সমঝোতার ভিত্তিতে একাদশ নির্বাচন হতে পারে প্রধানমন্ত্রী সে কথাই বলেছেন।’

নির্বাচনের ৪৮ ঘণ্টারও কম সময় আগে দলীয় প্রতীকে ভোট চাওয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো নির্বাচনী প্রচারণা চালাচ্ছি না। গত কয়েক দিনে সারা দেশে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য চালিয়েছে আমরা তার বিরুদ্ধে  এই সংবাদ সম্মেলন করেছি।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মহিউদ্দিন খান আলমগীর, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ভুইয়া মোহাম্মদ মোজাম্মেল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া