adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

image_70840ঢাকা: বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা অংশ নেয়ার সুযোগ না পেলেও এটি নিয়ে আগ্রহের শেষ নেই। দেশের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত হচ্ছে নানা প্রতিবেদন এবং বিশ্লেষণধর্মী নিবন্ধ।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে ‘বাংলাদেশ ইলেকশনস: টেনশনস হাই ইন ফেস আব অপোজিশন বয়কট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বিরোধী দলগুলোর নির্বাচন বর্জন এবং একে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার কথা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনের শুরুতেই সম্প্রতি পেট্রোলবোমায় গুরুতর আহত দুই পিঁয়াজ বিক্রেতা লোকমান এবং আলমগীরের কথা উল্লেখ করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ১৯ বছরের আলমগীর গার্ডিয়ান প্রতিবেদকের কাছে আক্ষেপ করে বলেছেন, ‘আমি কাকে দোষ দেবো? যারা অবরোধের ডাক দিয়েছে তারা বিরোধী দল। কাজেই এ হামলা তারাই করেছে। কিন্তু সরকারও তো সঠিকভাবে নির্বাচন করতে পারছে না। কাজেই তারা দু’পক্ষই আমার এ অবস্থার জন্য দায়ী।’

বাংলাদেশে ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে ৫ শতাধিক এবং আহত হয়েছে ২০ হাজারের বেশি মানুষ। রোববার দীর্ঘ প্রতীক্ষিত এবং আশঙ্কার নির্বাচনটি হতে যাচ্ছে। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ নির্বাচনে অংশ নিচ্ছে না। তারা নির্বাচন বয়কট করেছে এবং একে প্রতিহত করতে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। নির্বাচন নিশ্চিত করতে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশের সংবাদপত্রগুলোতে এ নির্বাচনকে লজ্জাজনক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে, তারা বিরোধী দলকে সরকারে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু তারা সরকারের ডাকে সাড়া দেয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শান্তনু মজুমদার বলেন, ‘এটা নিছক ক্ষমতার দ্বন্দ্ব নয়। এটি হচ্ছে স্বাধীনতাপন্থি, গণতন্ত্রকামীদের এবং ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে অগণতান্ত্রিক গোষ্ঠীর সংঘাত।’ তবে তার এ মন্তব্যকে ‘ফালতু’ বলে প্রত্যাখ্যান করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। গার্ডিয়ান পত্রিকাকে তিনি বলেন, ‘এটি একটি হীনমন্যতা এবং অজ্ঞতাপ্রসূত প্রতিক্রিয়া।’

গার্ডিয়ান বলছে, অব্যাহত সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পোশাকশিল্প খাতটি। অব্যাহত অবরোধ ও হরতালের ফলে বিদেশি ক্রেতারা এর ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলছে, ঠিকমতো মাল সরবরাহ করা যাচ্ছে না এবং অর্ডার নিতেও বিলম্ব হচ্ছে।

এ সম্পর্কে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান গার্ডিয়ানকে বলেন, ‘মনে হচ্ছে রাজনৈতিক অস্থিরতা সহসা থামবে না। ৫ জানুয়ারির পর কী হয় আমরা তার জন্য অপেক্ষা করছি।’

তবে বিরোধী দল বিএনপির নির্বাচন আটকানোর কোনো সম্ভাবনা আর নেই। গত এক সপ্তাহে দলটির অধিকাংশ নেতাকেই গ্রেপ্তার করা হয়েছে। তারপরও সহিংসতা থেমে নেই। আওয়ামী লীগের সমর্থকরাও নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা করছেন। তাদের অনুমান, এ নির্বাচনের পর ছয় থেকে ১৮ মাসের মধ্যে আরেকটি নির্বাচন হবে।

রাষ্ট্রবিজ্ঞানের প্রবীণ অধ্যাপক শান্তনু মজুমদার গার্ডিয়ানকে বলেন, ‘রোববারের নির্বাচনটি স্রেফ সংবিধান রক্ষার নির্বাচন। এর কোনো গুরুত্ব নেই। আর দু’দলের মধ্যে কোনো সমঝোতার সম্ভাবনাও আমি দেখছি না। এরপর দেশে সহিংসতা আরো বাড়বে। সড়কগুলো ভরে ওঠবে মিছিলে মিছিলে।’

আহত পিঁয়াজ বিক্রেতা লোকমানের ছেলে ইসলাম এক গার্মেন্টসে কাজ করেন। মাসে তার আয় ৭০ ডলার (সাড়ে ৫ হাজার টাকা প্রায়)। ইসলাম গার্ডিয়ানকে বলেন, ‘এখন আমাদের জন্য পরিবার চালানো কষ্টকর। ভবিষ্যতে অবস্থার উন্নতির কোনো সম্ভবনা চোখে পড়ছে না। আমি খুব ভয় পাচ্ছি। দেশের পরিস্থিতি দিনে দিনে আরো খারাপ হচ্ছে।’  

ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিরোধী দল নির্বাচন ঠেকাতে শনিবার ও রোববার ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। তবে এতেও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া ঠেকানো যাচ্ছে না। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে অর্ধেকরও বেশি তারা বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই পেয়ে গেছে।

নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপ হবে এবং সহিংসতা আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর এটিই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক সহিংসতা। গত অক্টোবর থেকে শুরু হওয়া সহিংসতায় ইতিমধ্যে দেড়শ জন নিহত হয়েছে।

সম্প্রতি খালেদা জিয়া এক বার্তায় বলেন, ‘সরকার আমাকে গৃহবন্দি করে রেখেছে। নিরাপত্তাকর্মী এবং গোয়েন্দা বাহিনীর লোকজন আমার বাড়ি চারদিক থেকে ঘিরে রেখেছে।’

টাইমস অব ইন্ডিয়ার ‘বাংলাদেশ হিট বাই জেনারেল স্ট্রাইক অন ইভ অব পোলস’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কেয়ারটেকার সরকারের দাবিতে এ নির্বাচন বয়কট করেছে বিএনপিসহ ২০টি দল। বিএনপির ডাকা ধর্মঘটে বন্ধ রয়েছে স্কুল, অফিস এবং দোকানপাট। লোকজন ভয়ে ঘর ছেড়ে বের হচ্ছে না। পুলিশ গত কয়েকদিনে ১২শ নেতাকর্মীকে আটক করেছে বলে স্বীকার করেছে। তবে বিরোধী দলের দাবি, প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। দেশজুড়ে ৫০ হাজার সেনা মোতায়েন করা হলেও সহিংসতা বন্ধ করা যায়নি। গত ২৪ ঘণ্টায় ১০টি ভোটকেন্দ্র জ্বালিয়ে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ ৫ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণ করতে অস্বীকৃতি জানিয়েছে। তারপরও নির্বাচন স্থগিত করতে সম্মত হননি প্রধানমন্ত্রী হাসিনা।

এ সম্পর্কে তার বিদেশ উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, নির্বাচন করা ছাড়া সরকারের আর কোনো উপায় ছিল না। তিনি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা নির্বাচন স্থগিত করলে দেশে আইনি এবং সাংবিধানিক শূন্যতা দেখা দিতো।’ বিরোধী দলবিহীন নির্বাচনে ভোটারদের অনাগ্রহের কথা স্বীকার করে তিনি বলেন, ‘এটা তো অস্বীকার করার কিছু নেই যে, যখন কোনো বড় দল নির্বাচন বর্জন করে তখন এ নির্বাচনের জৌলুস অনেকখানিই কমে যায়।’ তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছিলেন।

তবে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেছেন, হাসিনাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি থেকে তার দল পিছু হটবে না। তিনি এএফপিকে বলেন, ‘আমরা এমন একটি নির্বাচনের জন্য লড়ছি যেখানে ভোটাররা অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। আমরা মনে করি, কেবল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই নির্বাচনের এই পরিবেশ তৈরি করা সম্ভব।’

গতকাল শুক্রবার এক জনমত জরিপে দেশের ৭৭ ভাগ ভোটার এ নির্বাচনের বিপক্ষে রায় দিয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার এ প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকার ও বিরোধী দল উভয় পক্ষই দায়ী। সংগঠনটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, ‘নির্বাচনের জন্য অবাধ ও স্বাধীন পরিবেশ থাকা জরুরি যাতে ভোটাররা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন। কিন্তু রাজনৈতিক নেতাদের কারণে (বিরোধী বা সরকারি যে দলেরই হোক না) নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা শুরু হয়েছে তাতে ভোটাররা সত্যিকারের মতামত জানাতে পারবে না।’

বিবিসিতে প্রকশিত ‘বাংলাদেশ পোলিং স্টেশনস টর্চড অন ইভ অব ইলেকশন’ প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, আগামীকাল রোববারের নির্বাচনের আগে ৩০টির বেশি ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়েছে। তবে স্থানীয় সাংবাদিকদের মতে, এ সংখ্যা ৬০ এর বেশি। বাংলাদেশে সাধারণতঃ স্কুল এবং সরকারি ভবনগুলোতে ভোটকেন্দ্র করা হয়। গত এক সপ্তাহের সহিংসতায় নিহত হয়েছে কমপক্ষে ১০০ মানুষ। বিরোধী দল বিএনপির নেত্রী ভোটারদের প্রতি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাধারণ নির্বাচনের আগের দিনও অশান্তি অব্যাহত রইল বাংলাদেশে। শনি ও রবিবার ৪৮ ঘণ্টা বনধের ডাক দিয়েছিল বিরোধী বিএনপি-জামাত জোট। সেই বনধের প্রথম দিনের সকাল থেকেই যথারীতি শুরু হয়েছে অশান্তি।

‘ভোটের আগের দিনও বাংলাদেশ হিংসাদীর্ণ’ শিরোনামের প্রতিবেদনে আরো বলা হয়, ‘শুক্রবার রাত থেকে এদিন সকাল পর্যন্ত আগুনে ভস্মীভূত হয়েছে ৫০টিরও বেশি ভোটগ্রহণ কেন্দ্র। চট্টগ্রাম, ফেনী, দিনাজপুর, রাজশাহি, পিরোজপুর, লক্ষ্মীপুর-সহ ১৮টি জেলায় চলেছে তাণ্ডব। তবে ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলি মেরামত করে সেখানে ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন সে দেশের মুখ্য নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমদ। গুজবে কান না দিয়ে দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।’

কলকাতার আজকাল পত্রিকায় ‘হাল ছেড়েছে বিএনপি, ফিরছেন হাসিনাই’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘দুই নেত্রীর রফার জন্য ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন, মার্কিন রাষ্ট্রদূত মোজিনার গত দু তিন দিনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ঢাকায় কার্যত গৃহবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জেলের বাইরে থাকা কিন্তু পুলিশের ভয়ে গা ঢাকা দেওয়া বিএনপি নেতারা একেবারে হাল ছেড়ে দিয়েছেন। খালেদা জিয়ার ঢাকা অভিযান ব্যর্থ হওয়ায় বিএনপি কর্মীরা মাসাধিককাল হরতাল, অবরোধ করে ক্লান্ত।’

প্রতিবেদনে আরো বলা হয়, ‘কঠোর ব্যবস্থা শুধু নয়,কৌশল কুশলতায় শেখ হাসিনা নির্বাচনী তরণী পেরোতে চলেছেন। মুক্তিযুদ্ধের ঘাতক রাজাকারদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে তিনি বদ্ধপরিকর।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া