adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দুবাইয়ে বাংলাদেশী দূতাবাসে নতুন ভবন নির্মাণের উদ্যোগ

image_62051_0আবু ধাবি: প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা নিয়োগ এবং সুযোগসুবিধা বাড়ানোর উদ্দেশ্যে দুবাইতে বাংলাদেশ দূতাবাস এর প্রধান কার্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করেছে।

বাংলাদেশী দূতাবাসে প্রতিদিন প্রায় হাজারখানেক মানুষ যাতায়াত করেন। নতুন ভবনটি নির্মাণ করা হলে সেখানে অন্তত ৫০০ লোকের স্থান সংকুলান হবে।

দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ শাহাদাত হোসাইন গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “প্রতিদিন এখানে অনেক মানুষ আসেন। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় পুরোনো ভবনে তাদের অপেক্ষা করার জন্য পৃথকভাবে তেমন জায়গা রাখা সম্ভব হয়নি। পুরোনো ভবনে একই সময়ে মাত্র শ’খানেক লোকের জায়গা হতো বলে অপেক্ষমাণ ব্যক্তিদের প্রচণ্ড গরম আর রোদের তাপের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকতে হতো। ফলে এতদিন আমরা অসংখ্য অভিযোগ পেয়েছি।”

নতুন ভবনকে তিনি ‘ওয়ান-স্টপ-সার্ভিস’ হিসেবে আখ্যায়িত করে জানিয়েছেন, এখানে প্রচুর সুযোগসুবিধা থাকবে। তবে পাসপোর্ট নবায়ন করা কিংবা নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাওয়ার জন্য সনদপত্র দেয়াসহ আগের অন্যান্য সুবিধাগুলোও একইভাবে বহাল থাকবে।

নতুন ভবনে কর্মচারীদের সংখ্যাও বাড়ানো হবে কি না এমন প্রশ্নের উত্তরে শাহাদাত হোসাইন জানিয়েছেন, দ্রুততার সাথে সহযোগীতামূলক কাজ করার জন্য নতুন ভবনে অন্তত তিন থেকে ছয়টি পৃথক কাউন্টার খোলা হব। তাই কর্মচারীর সংখ্যাও বাড়াটাই স্বাভাবিক।

মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু করার উদ্যোগ গ্রহণ করার পর থেকে হাজারো বাংলাদেশী নাগরিক তাদের পাসপোর্ট নিতে দূতাবাসে আসেন। তাই আশা করা হচ্ছে, দূতাবাসে নতুন ভবন যোগ করা হলে এখানে আগের থেকেও বেশি লোকজন আসবেন এবং দ্রুতগতিতে তাদের কাজ করে দেয়া যাবে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে কাজের উদ্দেশ্যে প্রায় আট লাখ প্রবাসী বাংলাদেশী নাগরিক বসবাস করেন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া