adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অতিথি পাখির কলকাকলিতে মুখর নীলফামারীর নীলসাগর

image_62119_0নীলফামারী: অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে নীলফামারীর নীলসাগর । অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও অতিথি পাখির কিচিরমিচির শব্দ শুনতে বিভিন্ন স্থান থেকে এখানে ছুটে আসছেন নানা বয়সের দর্শনার্থী। প্রকৃতির শাশ্বত অপরূপ সৌন্দর্যের এই বিনোদন কেন্দ্রটিকে পর্যটন বিভাগের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।

নীলফামারীর শহর থেকে ১৪ কিলোমিটার দুরে গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা মৌজায় ৫৩ দশমিক ৬০ একর জমির উপর অবস্থিত নীলসাগর। উত্তর-দক্ষিণ দিকে লম্বা এই দীঘিকে ঘিরে রয়েছে বহু উপাখ্যান ও রূপকথা। কথিত আছে তৎকালীন বিরাট রাজা নামে এক রাজার বসবাস ছিল এখানে। তার বিপুল সংখ্যক গবাদি পশু ছিল। এ গবাদি পশুগুলোকে গোসল ও পানি খাওয়ানোর জন্য তিনি একটি দীঘি খনন করান। রাজার নামানুসারের দীঘির নামকরণ করা হয় বিরাট দীঘি। কালের বিবর্তনে বিরাট দীঘি বিন্নাদীঘি নাম ধারণ করে। ১৯৯৮ সালে এ দীঘির নামকরণ নীলফামারীর নামানুসারে নীলসাগর রাখা হয়।

শীত মৌসুমে সুদূর সাইবেরিয়া থেকে হাজার হাজার অতিথি পাখির আগমন ঘটে নীলসাগরে। এ সময় পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠে নীলসাগর। পাখির কলকাকলি আর পানিতে ডানা ঝাপটানোর শব্দ গ্রামের নির্জনতাকে ভেঙে দেয়। অতিথি পাখিরা বিভিন্ন প্রজাতির সবুজ বৃক্ষরাজিতে ঘেরা এই নীলসাগরের নৈসর্গিক সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। এ সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে আসেন হাজারো দর্শনাথী। বিশেষ করে উত্তরাঞ্চল থেকে প্রতি বছর সৌন্দর্য পিপাসুরা ছুটে আসেন। কেউ বনভোজনের জন্য আর কেউ বা প্রকৃতির সৌন্দর্যলীলা উপভোগ করতে আসেন।

কিন্তু আনন্দ করার মত যথেষ্ট সুযোগসুবিধা এখানে এখনো তেমন গড়ে ওঠেনি। সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান ঐতিহাসিক এই নীলসাগরকে উন্নত করতে পারলে এখানে অনেক পর্যটকের সমাগম ঘটবে।

নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক এস এ এম রফিকুন্নবী জানিয়েছেন, নীলসাগরকে আরো আর্কষণীয় করতে এবং এখানে আগত দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া