adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফখরুল-শমসেরকে নিয়ে তারেকের সন্দেহ

image_70414_0 (1)ঢাকা: বিরোধী জোটের চলমান আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং আরো কয়েকজনের ভূমিকায় সন্দেহ পোষণ করছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

আন্দোলন কর্মসূচিতে শীর্ষ নেতারা আত্মগোপনে যাওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

তারেক রহমান মনে করেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ের জন্য বিরতিহীন আন্দোলন চালিয়ে যাওয়া উচিৎ।

সামাজিক যোগাযোগের সাইট ইউটিউবে প্রকাশিত একটি ফোনালাপে তারেক রহমান এবং শমসের মবিন চৌধুরীর কথা-বার্তায় এ তথ্য জানা গেছে। প্রকাশিত অডিওতে শোনা যায়, তারেক রহমান শমসের মবিন চৌধুরীর সঙ্গে ১০ মিনিট ৩২ সেকেন্ড কথা বলেন।

অডিও শুনে ধারণা করা হচ্ছে, জাতিসংঘ সহকারী মহাসিচব অস্কার ফার্নান্দেজ তারানকো যখন ঢাকা সফর করছিলেন, ওই সময়ে তারেক রহমান এবং শমসের মবিন চৌধুরীর কথোপকথন এটি।

লাগাতার আন্দোলনের পক্ষে নিজের অবস্থান তুলে ধরে শমসেরকে তারেক রহমান বলেন, ‘এখন আর পেছন ফিরে তাকানোর সুযোগ নেই। লাগাতার আন্দোলন না দিলে মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে হতাশা নেমে আসবে। সে অবস্থা থেকে সহজে বেরিয়ে আসা সম্ভব হবে না।’

আলাপের একপর্যায়ে তারেক রহমান শমসের মবিন চৌধুরীকে বলেন, ‘আপনার নামসহ বেশ কয়েকজনের ব্যাপারে একটি গুজব আছে, যেটি আমি আপনার সঙ্গে আলোচনার জন্য বলছি- বাইরের অতিথিরা এলে আন্দোলনে বিরতি দেয়ার চিন্তা করছেন আপনারা?’

জবাবে শমসের মবিন বলেন, ‘আমার মনে হয় অতিথিদের কথা বিবেচনায় নিয়ে এখন এ ধরনের চিন্তা করা সম্পূর্ণ অর্থহীন।’

এরপর তারেক বলেন, ‘আপনি যদি আন্তরিকভাবে এই চিন্তা করে থাকেন, তাহলে আমার মনে হয় আপনি ঠিকই আছেন। বিরতি-টিরতি দেয়ার বোধ হয় আর কোনো সুযোগ নেই।’

মির্জা ফখরুল সম্পর্কে তারেক রহমান বলেন, ‘উনি উনার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছেন না। উনি কেন আত্মগোপনে রয়েছেন?’

জবাবে শমসের মবিন চৌধুরী বলেন, ‘বিষয়টি নিয়ে আমিও ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যদি তারা না থাকে তাহলে কাজ করবে কে?’

শমসের মবিন বলেন, ‘এটা নিয়ে আমাকেও অনেকে প্রশ্ন করেছে। আমিও মনে করি এখন আর আন্দোলনে বিরতি দেয়া যাবে না। লাগাতার আন্দোলন করতে হবে।’

শমসের মবিন চৌধুরী তারেক রহমানকে বলেন, ‘জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো আমাকে একটু আগে ফোন করেছেন। আমি বলেছি আমাদের দাবি মেনে নিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে।’

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। তার ঘনিষ্টরাও এ বিষয়ে কোনো প্রকার কথা বলতে অনীহা প্রকাশ করেছেন।

তারেকের সঙ্গে ফোনালাপের বিষয়ে শমসের মবিন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি। একটি ক্ষুদে বার্তা পাঠালেও তার প্রতি উত্তর দেননি তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া