adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবিতে বর্ষবরণ

image_70298ঢাকা: কোনো ধরনের বর্ষবরণ অনুষ্ঠান করার অনুমতি দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই বলে কি ঘরে বসে থাকবে তারুণ্যে ভরা উচ্ছ্বসিত সব উৎসবপ্রেমী ছাত্র! নতুন বছর বলে কথা। পুরাতন সুখ-দুঃখ, জরা-মৃত্যু ত্যাগ তিতিক্ষা সব ভুলে এক বুক স্বপ্ন নিয়ে স্বাগত জানাবে নতুন বর্ষ ২০১৪কে।

ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাটা যখন একটি বিন্দুতে এসে মিলিত হলো অর্থাৎ কাটায় কাটায় ১২টা, আকাশে  বিকট শব্দে একের পর এক আলোকের বিদ্যুৎধারা ছুটে যাচ্ছে। মুহূর্তেই আলোক রশি ছড়িয়ে পড়ছে চক্রাকারে। আর তারই নিচে হুল্লোড় ধ্বনি চলতে থাকে। এভাবেই নেচে গেয়ে আর আতশবাজির মধ্যদিয়ে ২০১৩কে বিদায় জানিয়ে ২০১৪কে বরণ করে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

কেন্দ্রীয় প্রোগ্রামের অনুমতি না থাকায় হলে ঘরোয়াভাবে ছাত্রলীগের উদ্যোগে এসব প্রোগ্রামের আয়োজন করা হয়।   

এ সম্পর্কে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের ছাত্র রফিকুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘সময় আসে সময় চলে যায় নদীর স্রোতের মতো। কার জন্য বসে থাকে সে? আমরা যে সময়ের ভেতর দিয়ে যাই সে সময়ে ফেলে আসি কতো স্মৃতি, কতো কথা। কিন্তু তবুও তো স্মৃতিগুলো বুকে নিয়ে ভুলে যেতে হবে পুরাতনকে। স্বাগত জানাতে হবে নতুন দিনকে। বিগত বছরের সব দুঃখ কষ্ট ভুলে নতুন বর্ষ হয়ে উঠুক শুভময়। এ কামনা সবার জন্যই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া