adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গেল বছরে যাদের হারালাম

image_62007_0ঢাকা: বছরজুড়ে চলে যাওয়া মিছিল একটু একটু করে বড় হয়েছে। মহাকাল লুফে নিয়েছে, সেই সব নাম। যদিও ঢেকে যায়নি, শূন্যতা। জাতীয় জীবনে, ২০১৩ সালে যে মুখগুলোর শূন্যতা কখনোই পূরণ হবে না, তাদেরই কয়েকজনকে স্মরণ করছি।  
তরঙ্গ মিলায়ে যায়, কুসুম ঝরিয়া পড়ে… তবু নাহি ক্ষয়, নাহি শেষ….
অভিনয়ের যুবরাজ ছিলেন তিনি। নামেও যুবরাজ। অভিনেতা খালেদ খান। বছরের শেষ প্রান্তে ২০ ডিসেম্বর মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে গেলেন। বয়স হয়েছিল মাত্র ৫৭।
একই দিন সকালে বিদায় নিলেন সৈয়দ জোহরা তাজউদ্দীন। আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের স্ত্রী জোহরা তাজউদ্দীন, পৃথিবীকে বিদায় জানালেন ৮১ বছর বয়সে।
বছরের শুরুতে চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিক নির্মল সেন। অকৃতদার এই সংগ্রামী মানুষটি ৮২ বছর বয়সে বিদায় নেন ৮ জানুয়ারি।
আর স্বাধীনতার মাসে চলে গেলেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ৮৪ বছর বয়সে ২০ মার্চ পৃথিবীকে বিদায় জানালেন এই অভিভাবক রাজনীতিবিদ।

এই মাসেই চলে যান আওয়ামী লীগের আরেক রাজনীতিবিদ আব্দুল জলিল। দিনটি ৬ মার্চ।
১৬ মার্চ আমরা হারাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী জামাল নজরুল ইসলামকে। ৭৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে যান তিনি।
১০ এপ্রিল না ফেরার দেশে যান আলোকবর্তিকাসম বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। ১০৩ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান এই বিপ্লবী।
বাংলা চলচ্চিত্রের হীরের আংটি বলা হতো তাঁকে। ঋতুপর্ণ ঘোষ। শুধু চলচ্চিত্র পরিচালনাই করতেন না, সাংবাদিকও ছিলেন। ৩০ মে ছিল তার প্রয়াণ দিবস।
আর ২৪ অক্টোবর জলসা ঘর শূন্য করে চলে গেলেন মান্না দে। কাবেরীর জলে শেষ চিতাভস্ম ভাসলো তার।
নবাবের প্রস্থান হলো ১৩ সেপ্টেম্বর। বাংলা চলচ্চিত্রের মুকুটহীন নবাব বলা হতো তাকে। অভিনেতা আনোয়ার হোসেন। বিদায় নিলেন ৮২ বছর বয়সে।
শোকের মাস আগস্টে থেমে গেল আবদুর রহমান বয়াতি'র দেহঘড়ি। এক দশক রোগভোগের পর পৃথিবীকে বিদায় জানালেন ৭৭ বছর বয়সে।
৩০ জুলাই চলে গেলেন একাত্তরের শব্দ সৈনিক বেলাল মোহাম্মদ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা পৃথিবীকে বিদায় জানালেন ৭৬ বছর বয়সে।

জুলাই'তে চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক কণ্ঠযোদ্ধা বিপুল ভট্টাচার্য। ৫ জুলাই ৬১ বছর বয়সে না ফেরার দেশে গেলেন তিনি।

১১ জুলাই পৃথিবীকে বিদায় জানান সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহির।

আর ১ জুলাই আত্মহত্যা করেন অভিনেত্রী মিতা নূর।

টেলিভিশন অন্তঃপ্রাণ মানুষ ছিলেন তিনি। আতিকুল হক চৌধুরী। ১৭ জুন বিদায় নিলেন ৮২ বছর বয়সে।

আর ২০ মে এভারেস্টে চড়তে গিয়ে অসীম শূন্যতায় মিলালেন পর্বতারোহী সজল খালেদ।

এছাড়া বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আরো হারিয়েছি সাহিত্যিক আবদুস শাকুর, অধ্যাপক নুরুল ইসলাম, অভিনয় শিল্পী বেবী জামান, আমীন আহমেদ চৌধুরী, অর্থনীতিবিদ ড. মুশাররফ হোসেন, চলচ্চিত্রকার আহমেদ জামান চৌধুরী, বাউল আবদুস সাত্তার মোহন্ত, কবি সাইফুল বারী, ভাষা সৈনিক রফিকুল ইসলাম, প্রধান বিচারপতি কামাল উদ্দীন হোসেনসহ আরো অনেককে। যাদের শূন্যতা ফুরোবে না কোনোদিন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া