adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার বিরুদ্ধে ফের মানহানি মামলা

image_61995_0ঢাকা: গোপালগঞ্জের নাম বদলে দেয়ার হুমকির অভিযোগে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে বুধবার আবারো মানহানির মামলা হয়েছে।

এবার মামলার বাদী হয়েছেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতা সভাপতি মজিবুর রহমান মোল্লা।

ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান নূর বেলা ১১টায় মামলাটি আমলে নেয়ার বিষয়ে শুনানি করবেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার একই অভিযোগে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী একটি মামলা দায়ের করেন। তবে আদালত সেটি খারিজ করে দেন।

প্রসঙ্গত, ২৯ ডিসেম্বর রোববার ১৮ দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেয়ার উদ্দেশে বিকেলে গুলশানের নিজ বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন খালেদা জিয়া। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দেয়। এ সময় খালেদা জিয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের আচরণে ক্ষিপ্ত হন। এক পর্যায়ে দেশ কোথায় জানতে চেয়ে খালেদা জিয়া বলেন, ‘দেশ কোথায়, গোপালী? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জের নামই থাকবে না। যারা এসব করছেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া