adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সালতামামি-২০১৩ হাসি-কান্না আর জীবনের পূর্ণতা-২০১৩

otot20131231132415রিয়া

নৃত্যশিল্পী ও মডেল ফারজানা রিয়া বিয়ে করেন এ বছরের মার্চের সাত তারিখে। পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী ইভান চৌধুরী। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এটি রিয়ার দ্বিতীয় বিয়ে। 



ন্যান্সি

দ্বিতীয় বিয়ের তালিকায় আছেন কণ্ঠশিল্পী ন্যান্সিও। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে নাজিমুদ্দিন জায়েদকে বিয়ে করেন তিনি। প্রথম বিয়ে নিজের পছন্দে করলেও সংসার টিকিয়ে রাখতে পারেননি। দ্বিতীয় বিয়ে করেছেন পরিবারের পছন্দে। বর জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরির পাশাপাশি ব্যবসা করেন। 



বিজরী-দিনার

অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ ও অভিনেতা ইন্তেখাব দিনার বিয়ে করেন চলতি বছরের ১৪ এপ্রিল। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিজরীর আগের ঘরের ১৩ বছর বয়সী এক মেয়ে আছে।



মুনমুন

উপস্থাপক ও অভিনেত্রী রুমানা মালিক মুনমুন বিয়ে করেন ১৫ ফেব্রুয়ারি। পাত্র তৌফিক হাসান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। 



রেদওয়ান রনি

নির্মাতা রেদওয়ান রনি প্রেমিকা প্রেমার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২১ জানুয়ারি।



সুমন আনোয়ার-আয়শা মনিকা

নির্মাতা সুমন আনোয়ার ও অভিনেত্রী আয়শা মনিকা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন চলতি বছরের ৩ নভেম্বর। 



আসিফ নজরুল- শিলা আহমেদ 

অভিনেত্রী শিলা আহমেদ ও আসিফ নজরুল বিয়ে করেন ২০১৩ এর ডিসেম্বরে। 





বাবা-মা হলেন যারা 



তাহসান-মিথিলা

৩০ এপ্রিল সন্তানের বাবা মা হন তারকা দম্পতি তাহসান-মিথিলা। তাদের মেয়ের নাম রেখেছেন আইরা তেহরীন খান। ছয় বছরের সংসারে এটি তাদের প্রথম সন্তান।



নোভা

অভিনেত্রী নোভা পুত্র সন্তানের মা হয়েছেন ২৮ জুলাই। ছেলের নাম রাখা হয়েছে রাফাজ রায়হান সান্নিধ্য। স্বামী নির্মাতা রায়হান খানের সাথে নোভার বিয়ে হয় ২০১১ সালে। 



রেসি

জুলাই মাসে মা হয়েছেন চিত্রনায়িকা রেসিও। বর্তমানে অভিনয়ের বাইরে থাকা রেসি কন্যা সন্তানের মা হন ২২ জুলাই। মেয়ের নাম রাখা হয়েছে রাদোয়া ইসলাম প্রার্থনা। রেসির স্বামী পার্থ শাহরিয়ার। এটি রেসির প্রথম সন্তান।



ফারজানা চুমকি-মীর সাব্বির

তারকা দম্পতিদের মধ্যে বাবা-মা হয়েছেন মীর সাব্বির-ফারজানা চুমকি। নভেম্বরের ২৮ তারিখে দ্বিতীয় সন্তানের মা হন ফারজানা চুমকি। 



নাসরিন

বাংলা চলচ্চিত্রের আইটেম গার্ল নাসরিন বিয়ে করেন ২০১২ সালের ১৮ মে। পাত্র মোস্তাফিজুর রহমান রিয়েল। ৩ ডিসেম্বর কন্যা সন্তানের মা হন তিনি।



সিদ্দিক

প্রথমবারের মত বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিক। জুন মাসের ২৫ তারিখে তার স্ত্রী ছেলে সন্তানের জন্ম দেন। ছেলের নাম রেখেছেন আলিফ।



সাব্বির

সিদ্দিককের মত ক্লোজ আপ ওয়ান তারকা সাব্বির ও প্রথমবারের মত বাবা হয়েছেন। সেপ্টেম্বরের আট তারিখে চট্টগ্রামে তার ছেলে সন্তানের জন্ম হয়। ছেলের নাম ফাতিন ইলহাম জামান ইদান।



রন্টি

ক্লোজ আপ তারকা রন্টি মা হন বাংলা নববর্ষের দিন। তার মেয়ের নাম মালিকা খুশনুরী আরশী।





স্মৃতির পাতায় যারা



বাংলা চলচ্চিত্রের নবাব খ্যাত অভিনেতা আনোয়ার হোসেন মারা যান ১৩ সেপ্টেম্বর।



২০ ডিসেম্বর পৃথিবী ত্যাগ করেন অভিনেতা ও নির্দেশক খালেদ খান।



স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী বিপুল ভট্রাচার্য্য মৃত্যুবরণ করেন ৫ জুলাই। 



১৯ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লোকসঙ্গীত শিল্পী আবদুর রহমান বয়াতী।



অভিনেত্রী মিতানূর নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ১ জুলাই।



পরিচালক ও প্রযোজক মিজানুর রহমান খান দিপু মারা যান ২১ ডিসেম্বর।



৬ মার্চ পৃথিবী ত্যাগ করেন গীতিকার ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আহমেদ জামান চৌধুরী।



নাট্যকার নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী মৃত্যুবরণ করেন ১৭ জুন।



২৫ জানুয়ারি মারা যান অভিনেতা বেবি জামান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া