adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেতাদের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

image_70228_0ঢাকা: সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসা ফিরোজা ভবনে বৈঠক করে এ উদ্বেগের কথা জানান তিনি।

বিকেল ৩টার দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন মজিনা। প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি।

তবে মার্কিন রাষ্ট্রদূতের প্রেসউইং কর্মকর্তা মো. মহসিন সাংবাদিকদের জানিয়েছেন, গণমাধ্যমে রাষ্ট্রদূতের কথা বলার ইচ্ছা থাকলেও অনিবার্য কারণবশত সম্ভব হচ্ছে না। বৈঠকের বিষয়বস্তু নিয়ে একটি লিখিত কাগজ সাংবাদিকদের কাছে দেয়া হয়েছে।

তাতে মজিনার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করি। সরকারের দায়িত্ব, বিরোধী দলকে স্বাধীনভাবে নিজ মতামত প্রকাশ করার সুযোগ প্রদান করা। এবং বিরোধী দলের দায়িত্ব, এই সুযোগ শান্তিপূর্ণভাবে ব্যবহার করার বিষয়টিও আমাদের আলোচনায় উঠে আসে। সুপ্রিমকোর্ট, প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার সংঘটিত ঘটনাবলী অত্যন্ত উদ্বেগজনক কারণ এগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি এবং কোনোভাবেই যেন এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে সেটাও আমি উল্লেখ করেছি।’

সব দলকে সহিংসতা বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সকল দলকে  সহিংসতা বর্জন করার আমাদের আহ্বান আমি পুনরায় ব্যক্ত করি কারণ, সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এটা অগ্রহণযোগ্য এবং এটা এখনই থামাতে হবে। দলগুলোর এখনি সংলাপে অংশগ্রহণ করে বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথ খোঁজা যে আরো জরুরি হয়ে পড়েছে সেটার ওপরও আমি গুরুত্বারোপ করি।’

তিনি বলেন, ‘সম্প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাদের ব্যাপক গ্রেপ্তারের ঘটনায় যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে আমি বলি যে, যারা নিজ গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণ চর্চা করতে চায় তাদের ওপর এই বিষয়টি ভীতিমূলক প্রভাব ফেলে এবং দুই পক্ষের মধ্যে ভবিষ্যৎ সংলাপের সাফল্যের ক্ষেত্রে এই ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া