adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কাছে আন্দোলন শিখতে হবে: ওবায়দুল কাদের

image_61874_0ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।  
খালেদা জিয়ার গোপালগঞ্জের নাম বদলে যাবেসহ আরো কিছু মন্তব্যে ক্ষুব্ধ ও অপমানিত হয়ে আজ মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন তিনি।
এ বি সিদ্দিকীর পক্ষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে মামলাটি দায়ের করেন অ্যাড. রাকিবুল ইসলাম।
মামলায় একমাত্র আসামি করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। সাক্ষী করা হয়েছে সাত জনকে।  
তবে প্রয়োজনে আরো সাক্ষী হাজির করা হবে বলে জানান বাদী।   দুপুর সোয়া ১টার দিকে বাদীর জবানবন্দী গ্রহণ শেষে পরে আদেশ দেয়া হবে বলে জানান বিচারক। গত রোববার ১৮ দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেয়ার উদ্দেশ্যে বিকেল ৪টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন খালেদা। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দেয়।

এ সময় খালেদা জিয়া কিছুটা ক্ষিপ্ত হয়ে যান। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের দেশ কোথায় জানতে চেয়ে তিনি বলেন, ‘দেশ কোথায়, গোপালী? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জের নামই থাকবে না। যাঁরা এসব করছেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।’আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে এই নেতা আরো বলেন, ‘আপনাদের অফিসার কোথায়? এতক্ষণ তো অনেক কথা বলেছেন। মুখটা বন্ধ কেন এখন? ৫৭ জন অফিসারকে হত্যা করল। সেদিন হাসিনা কোথায় ছিল? সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে পাঠায়নি এই ফোর্সকে। কারণ সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে।’তিনি আরো বলেন, ‘ধাক্কাধাক্কি বন্ধ করেন। ধাক্কাধাক্কি করবেন না। আমরা কেউ ধাক্কাধাক্কি করতে আসিনি। আমাদের গায়ের ওপর উঠে পড়বেন না। দূরে থাকেন। আপনাদের জায়গা যেখানে, সেখানে। আপনাদের তো রাস্তায় থাকার কথা, বাড়িতে এসে গেছেন কেন? আপনাদের মেয়েরা এ রকম ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে, এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো। চুপ থাক। বেয়াদব কোথাকার।’খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দালাল’ আখ্যায়িত করে বলেন, ‘গণতন্ত্রও চাইবেন না, দেশ রক্ষা করতেও চাইবেন না। গোলামী করবেন, দালালি করবেন? হাসিনার দেশ বিক্রি চলবে না। হাসিনার দালালি করে লাভ হবে না।’

তিনি বলেন, ‘তারা ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করছে। এগুলোর হিসাব আছে। কারো কান্নাই বৃথা যাবে না। একদিন তারাও চোখের পানি মুছতে মুছতে অন্ধ হয়ে যাবে।’v

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া