adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সজল-মম’র দ্যা লাস্ট রেস,চলো…

image_70063_0ঢাকা: আলো আঁধারী ঘেরা রহস্যময় ইন্টেরোগেশান সেলে জোড়া চোখ স্থির তাকিয়ে। নাকের সামনে ঝুলছে হাই পাওয়ারের লাইট। যেন ঝলসে যাবে মুখ। এরকম একটা পরিবেশে ইন্টেরোগেশান সেলে মুখোমুখি সাদিয়া সরফরাজ স্নিগ্ধা ও সাহিল সাদমান শুদ্ধ। তাদের বিরুদ্ধে অভিযোগ অপহরনের। আইমান কায়নাত রুশো নামের একজন তরুন নিখোঁজ। গোয়েন্দা স্ংস্থার ধারণা এই অপহরনের কাজে জড়িত স্নিগ্ধা ও শুদ্ধ। জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে নির্দোষ প্রমানের চেষ্টা করে। কিন্তু গোয়েন্দা সংস্থার অফিসারদ্বয় তা বিশ্বাস করে না।

এমনকি বিশ্বাস করে না রুশোর প্রেমিকা সুমায়তা জাহান হক। সুমায়তা ও বিশ্বাস করে যে রুশো কে সরিয়েছে শুদ্ধ এবং তাকে সহযোগিতা করেছে স্নিগ্ধা।  জামিনে মুক্ত হয়ে ফিরে আসে স্নিগ্ধা ও শুদ্ধ। তারা ক্লু খুঁজে বের করার চেষ্টা করে আসলে কারা এ ঘটনা ঘটিয়েছে। সে নিশ্চিত জানে সুমায়তা জানে কে এর সঙ্গে জড়িত।  স্নিগ্ধার সাথে রুশোর ভালোলাগা সম্পর্ক ছিলো বিধায় এটা শুদ্ধ সহ্য করতে পারতো না। তাই তো সে প্ল্যান করে রুশোকে সরিয়ে দিয়েছে। সুমায়তা জানতে চায় রুশো বেচেঁ আছে নাকি মেরে ফেলা হয়েছে। সুমায়তা যখন কথাগুলো বলে তখন স্নিগ্ধা ও বিশ্বাস করে বসে যে রুশোর অপহরনের সাথে শুদ্ধ জড়িত থাকতে পারে।

শুরু হয় অবিশ্বাস। এক বছরের দাম্পত্য জীবনে ছেদ পড়ে।  শুদ্ধ বোঝানোর চেষ্টা করে কিন্তু স্নিগ্ধা বলে, আইন যদি নির্দোষ হিসাবে প্রমান করে তবেই সে শুদ্ধর ঘরে ফিরবে। নাহলে নয়। শুদ্ধ সুমায়তাকে বোঝানোর চেষ্টা করে, একটা পযার্য়ে সুমায়তা রাজী হয় যে সে শুদ্ধর পক্ষে কাজ করবে তবে তাকে ডিভোর্স করতে হবে স্নিগ্ধাকে। ভড়কে যায় শুদ্ধ এই কথা শুনে। কি করবে সে। নিজেকে বাচাঁনোর জন্য প্রিয়তমা স্ত্রী কে ডিভোর্স করবে?

সুমায়তা চলে যায় আর বলে যায় আগামীকাল যেন ডিভোর্স পেপার তার হাতে যেন পৌছে। তাহলেই কেবল সে শুদ্ধকে বাচাবে। এক চরম অনিশ্চয়তায় পড়ে যায় শুদ্ধ। কি করবে সে। স্নিগ্ধাকে ব্যাপারটা খুলে বলতে ভয় পায়।কোর্টে হাজিরারা আগের দিন রাতে তাদের শেষ কথোপকোথন, স্নিগ্ধা বিশ্বাস করে যে তাদের যাবজ্জীবন কারদণ্ড হয়ে যাবে। শুদ্ধ ভীষন রকম ভেঙ্গে পড়ে। সে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু এতে সায় দেয় না স্নিগ্ধা। কারণ সে নিজেকে নির্দোশ দাবী করে। তাই পালিয়ে সে যাবে না। হাজিরার ডেট নির্ধারিত হয়। ওরা কোর্টে যায়। অপেক্ষা বিচারের রায় জানবার। শুদ্ধ আর স্নিগ্ধা কি পারবে নিজেদেরকে নির্দোষ হিসাবে প্রমান করতে? সুমায়তা কি দাঁড়াবে শুদ্ধর পক্ষে?
এমন টান টান উত্তেজনাপূর্ণ গল্পে নির্মিত হয়েছে নাটক ‘দ্যা লাস্ট রেস,চলো’। নাটকটি রচনা এবং পরিচালনা করেছেন এজাজ মুননা। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সজল নূর, রুমানা মালিক মুনমুন, শাহরিয়াজ, আব্দুল্লাহ রানা, ফারুক শেখ  প্রমুখ।
নাটকটি বছরের প্রথম দিন ১ জানুয়ারি রাত ৯টা ১০ মিনিটে  চ্যানেল নাইনে প্রচারিত হবে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া