adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনএফে সন্ত্রস্ত সাহারা!

image_70076_0ঢাকা: নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টে (বিএনএফ) অনেকটা সন্ত্রস্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক মন্ত্রী সাহারা খাতুন। এই দলটির কাছে নির্বাচনে পরাজিত হওয়ার ভয় করছেন তিনি।

সোমবার ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ দাবি করেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে অনেক মন্ত্রী তাদের দলের প্রার্থীদের হাতে পরাজিত হবেন।

তিনি বলেন, ‘ঢাকার একটি আসনে সরকারদলীয় প্রার্থী সাবেক মন্ত্রী সাহারা খাতুন তাদের দলের প্রার্থীর কাছে পরাজিত হওয়ার ভয়ে কিছু একটা ব্যবস্থা করার জন্য তাদের কাছে অনুরোধ করেছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে আমাদের দুই ধরনের প্রতিপক্ষকে মোকাবিলা করতে হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা যেমন আমাদের বিরোধীতা করছেন, নির্বাচনের বিরোধীতাকারীরাও আমাদের নির্বাচন থেকে বিরত রাখার জন্য বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।’

২২টি আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে উল্লেখ করে তিনি দাবি করেন, এই ২২ আসনের মধ্যে অন্তত ১৬টি আসনে তার প্রার্থীরা জয়লাভ করবেন।

দেশের সংঘাতময় পরিস্থিতির কারণে মনোনয়নপত্র দাখিল করতে না পারায় ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দিতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।

আবুল কালাম বলেন, ‘দেশের এই পরিস্থিতির মধ্যেও আমরা ৩৭টি আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। তার মধ্যে ১০টি বাতিল হয়েছে। আর বাকি পাঁচটি মনোনয়নপত্র আমরা সরকারি দলের প্রার্থীদের হুমকি, ধমকি ও মারধরের মুখে প্রত্যাহার করতে বাধ্য হয়েছি।’

সংবাদ সম্মেলনে বিএনএফ তাদের পাঁচদফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

উল্লেখ্য, পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ ঢাকা ১৭ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম আরজু, যুগ্ম-আহ্বায়ক মাহজাবিন ওয়াহেদ, ঢাকা ১৬ আসনের প্রার্থী খালিদ হোসেন, ঢাকা ১৮ আসনের প্রার্থী আতিকুল্লাহ নাজিম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া