adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশসেরা যশোর, কমেছে জিপিএ-৫

image_70044_0যশোর: প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) ফলাফলে দেশসেরা হয়েছে যশোর জেলা। শতভাগ ছাত্রছাত্রী কৃতকার্য ও অনুপস্থিতির হার কম হওয়ায় এ কৃতিত্ব অর্জন করেছে যশোর জেলা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১২ সালের চেয়ে এ বছর জিপিএ-৫ কমে গেছে এক হাজার ৭৩৩ জন শিক্ষার্থী। কারণ উল্লেখ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক বলেন, দেশে হরতাল অবরোধসহ বিভিন্ন কারণে বারবার পরীক্ষা পেছানোয় শিক্ষার্থীরা মানসিকভাগে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে শতভাগ পাস হলেও কমেছে জিপিএ-৫।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রমতে, চলতি বছর ৮ উপজেলায় ৫৭৭ টি প্রাথমিক স্কুল থেকে ৪৫ হাজার ৬৭১ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫৫৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ২৯১ জন।

অপরদিকে, জেলার ইবতেদায়ী সমাপনীতে ৯৯ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ৩৪১ টি মাদরাসা থেকে ৫ হাজার ৮৮৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ৮৬১ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৬ জন।  

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, জেলায় শতভাগ ছাত্রছাত্রী কৃর্তকার্য ও অনুপস্থিতির হার কম হওয়ায় ফলাফলে তারা দেশসেরা হয়েছে। তবে জিপিএ-৫ কমার বিষয়ে তিনি বলেন, ইংরেজি প্রশ্নপত্র কঠিন হওয়া প্রধান কারণ। এছাড়া গতবছর শতকরা ১০ ভাগ প্রশ্নপত্র সৃজনশীল পদ্ধতিতে ছিল। এবার তা বেড়ে ২০ ভাগ করা হয়েছে। যে কারণে ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা হয়েছে।

এদিকে, সোমবার দুপুর দেড়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ীর সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিকের সভাপতিত্বে ফলপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া