adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি

image_69907_0 (1)ঢাকা: প্রশাসন ও আওয়ামী লীগের বাধায় ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্র অভিযাত্রা’ সফল করতে না পারায় এবার অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।



রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।



তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত তফসিল বাতিল না হবে ততদিন পর্যন্ত সারাদেশের সকল থানা জেলা উপজেলা মহানগরে ১৮ দলীয় জোটসহ সকল শ্রেণীর মানুষ রাজপথ নৌপথে অবস্থান গ্রহণ করবে। পাশাপাশি ১৮ দলের পক্ষ থেকে গণতন্ত্রের এই অভিযাত্রা কালকেও থাকবে। খালেদা জিয়া এই সমাবেশে নেতৃত্ব দেবেন। সারা দিনব্যাপী এই সমাবেশ সকাল ১০টায় শুরু হবে। বেগম জিয়া উপযুক্ত সময়ে সমাবেশে উপস্থিত হবেন।’



খালেদা জিয়া আন্দোলনের নামে নাটক করছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের এমন বক্তব্য প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, ‘সৈয়দ আশরাফ যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা হতবাক হয়েছি। তার বক্তব্য নীতিবিবর্জিত। সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে তার এমন বক্তব্যে আমরা লজ্জিত। তার কাছ থেকে এ ধরনের বক্তব্য আমরা আশা করি না। শুধুমাত্র অশালীন ভাষায় বিরোধী দলীয় নেত্রীকে হেয় করাই এখন তাদের লক্ষ্য হয়েছে।’



হাফিজ বলেন, ‘এখানে নাটকের কী আছে, জনগণ সমর্থন দিয়েছে। গোটা জাতি দেখেছে কীভাবে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। দুটি ট্রাক রাখা হয়েছে। গাড়িতে উঠে যখন যেতে চেয়েছিলেন তখন পুলিশ বাধা দিয়েছে। নিরস্ত্র ব্যক্তি কী করে পুলিশের বাধা ডিঙ্গিয়ে আসতে পারবে? খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।’



খালেদার জিয়ার ডাকে লোক আসেনি -সৈয়দ আশারাফের এমন বক্তব্যের জবাবে তার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘পুলিশ ও পেটোয়া বাহিনী সরিয়ে আসুন, বিনা বাধায় দুই নেত্রীর ডাকে দুইদিন সমাবেশ হবে। তখন দেখা যাবে কার ডাকে বেশি লোক আসে। সুতরাং খালেদা জিয়ার ডাকে লোক আসেনি এটি পাগলের প্রলাপ মাত্র। সাহস থাকলে উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন।’



বিএনপির এই নেতা জাতীয় প্রেসক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও হাইকোর্টের আইনজীবীদের ওপর হামলা এবং ভাঙচুরের তীব্র নিন্দা জানান।



উল্লেখ্য, গুলশানে বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সত্ত্বেও রোববার বেলা ৩টার দিকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যোগ দিতে বাইরে বের হওয়ার চেষ্টা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু বারবার পুলিশের বাধার মুখে তিনি ফিরে যেতে বাধ্য হন। এসময় সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি। মার্চ ফর ডেমোক্রেসি অব্যাহত রাখার ঘোষণা দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া