adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাসশূন্য রাজধানী, দুর্ভোগ চরমে

image_69607_0 (1)ঢাকা: চালকলীগের ডাকা হরতাল এবং আওয়ামী লীগের ঘোষিত ‘নাশকতার’ আশঙ্কায়  রাজধানীর বাস টার্মিনাল থেকে কোনো সিটি পরিবহণ ছাড়ছে না। সরকারি দলের অঘোষিত অবরোধে নাশকতার আশঙ্কায় বেশিরভাগ গণপরিবহণ রাস্তায় বের করা হচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছে রাজধানীর হাজার হাজার মানুষ।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি রুখতে শনি ও রোববার সারাদেশে হরতাল ডেকেছে সরকার সমর্থক সংগঠন চালকলীগ।
বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বাংলামেইলকে বলেন, ‘আমাদের একটি সংগঠন নাশকতার আশঙ্কায় শনিবার ও রোববার হরতাল ডেকেছে। তাদের হরতালের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।’
বাস-ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের কাছে উপরের নির্দেশ আছে কোনো রকমের পরিবহণ চলাচল করতে দেয়া হবে না। তাই আমরা চালক ও পরিবহণ মালিকদেরকে নিষেধ করে দিয়েছি যাতে করে তারা গাড়ি না বের করে।’  
গাবতলীতে অপেক্ষমাণ এক বাস চালকের কাছে বাস না ছাড়া কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কিছু জানি না। শুধু এই টুকু জানি মালিকের নিষেধ আছে।’
গাবতলী, মহাখালী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, সদরঘাট থেকে কোনো লোকাল বাস চলাচল করতে দেখা যায়নি। অপেক্ষাকৃত ছোট মানের টার্মিনাল মিরপুর ১, ২, ১০, ১১, ১২ থেকে কোনো পরিবহণ চলতে দেখা যায়নি।’  
ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাওয়া যাচ্ছে না- এমন অভিযোগ করেছেন শ্যামলী বাসস্ট্যান্ড ও আসাদগেট বাস স্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীরা।
সকাল সাড়ে ৯টায় ফার্মগেট ঘুরে দেখা গেছে, সেখানে অফিসগামী কয়েক শত যাত্রী অপেক্ষা করলেও কোনো বাসের দেখা না পেয়ে রিকশা বা ভ্যান গাড়িতে বেশি ভাড়া দিয়ে চলাচল করতে দেখা গেছে।
প্রাইম ব্যাংকে কর্মরত জাহাঙ্গীর আলম বলেন, ‘এর থেকে বিরোধী দলের হরতালই ভালো। অফিসে আসার জন্য অল্প হলেও পরিবহণ পাই।’
তবে প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি যথারীতি চলাচল করছে।
পরিবহণ সংগঠনের অফিসে যোগাযোগ করা হলে অফিস বন্ধ পাওয়া গেছে।  সেখানকার কর্মকর্তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া