adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধ্বংসের দ্বারপ্রান্তে বিশ্বের বৃহত্তম অক্সিজেন ভাণ্ডার অ্যামাজন

image_63434_0 (1)ঢাকা: সভ্যতার করাল চাপ ও মানুষের স্বেচ্ছাচারিতার বলি হয়ে ধ্বংস হতে চলেছে বিশ্বের বৃহত্তম অক্সিজেন ভাণ্ডার বলে খ্যাত সবুজ অরণ্য অ্যামাজন। ২০১২ সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত নির্বিচারে ধ্বংস হয়েছে এর সবুজায়ন। ইতোমধ্যে বন ধ্বংসের এই হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। এরইসঙ্গে ধ্বংস হচ্ছে পৃথিবীর জীববৈচিত্রের এক অপূর্ব ভাণ্ডারও।
সর্বনাশা এই তথ্য দিয়েছেন স্বয়ং ব্রাজিলের পরিবেশ মন্ত্রী ইজাবেলা টেক্সেরিয়া। যদিও এর পিছনে ব্রাজিলের বিতর্কিত বনসংরক্ষণ আইনকেই কাঠগড়ায় তুলেছেন পরিবেশবিদরা।
জানা যায়, অবাধে গাছ কেটে ফেলায় নিশ্চিন্ন হয়ে গেছে অ্যামাজনের প্রায় ২২৫৬ বর্গ কিলোমিটার এলাকা। আর পরিবেশবিদ ও বিজ্ঞানীদের আশঙ্কার সঙ্গে এবার একমত হলো ব্রাজিল সরকারও।
২০১২ সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত করা সমীক্ষায়  উঠে এসেছে রেইনফরেস্ট অ্যামাজনের প্রায় আঠাশ শতাংশই ধ্বংস হয়ে গেছে। এরইমধ্যে বেড়ে গেছে চোরাশিকারীদেরও দৌরাত্ম। ফলে প্রতিনিয়ত মারা পড়ছে অসংখ্য মূল্যবান ও দুর্লভ প্রাণী। ব্রাজিলের পরিবেশমন্ত্রী ইজাবেলা টেক্সেরিয়া জানিয়েছেন, অ্যামাজনের সবুজায়ন ধ্বংস রুখতে বদ্ধপরিকর সরকার। দোষীদের বিরুদ্ধে তাই কড়া ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, বিশ্বউষ্ণায়ণের হাত থেকে বিশ্বকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় রেইনফরেস্ট অ্যামাজন। বিশ্বের বৃহত্তম বিশুদ্ধ অক্সিজেন ও জলের ভাণ্ডার রয়েছে অ্যামাজনেই। অ্যামাজনের এই সবুজায়ন ধ্বংসের ঊর্ধমুখী হার  চাপে ফেলেছে ব্রাজিল সরকারকে। এরজন্য ২০১২ সালে ব্রাজিলের বিতর্কিত বনসংরক্ষণ আইনকেই দায়ী করেছেন পরিবেশবিদ থেকে বিজ্ঞানীরা। গত বছর পাস হওয়া বনসংরক্ষণ আইনে বিভ্রান্ত ব্রাজিলের মানুষও।
ঠিক কী পরিমাণ সবুজায়ন রাখতে হবে তার কোনও নির্দিষ্ট উল্লেখ আইনে নেই বলে অভিযোগ ব্রাজিলবাসীদের। এরসঙ্গে বিশ্বজুড়ে কাঠের দাম বৃদ্ধি পাওয়ায় গাছ কাটার প্রবণতাও বেড়েছে। এর ওপর রয়েছে নগরায়নের প্রভাবও। এসবের কারণেই অ্যামাজনের সবুজায়ন ধ্বংসের হার বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া