adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ

image_61094_0ঢাকা: সুবিধাবঞ্চিত পথশিশু ও দুস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ) । ১২০ জন পথশিশু ও ৩০০ জন দুস্থ নারীর মাঝে এ সময় সোয়েটার ও কম্বল বিতরণ করা হয়।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি)এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিকেএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, ইউনিসেফ’র শিশু বিশেষজ্ঞ সাইদ মিল্লি, এইচএসএফ’র উপদেষ্টামন্ডলীর সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম আশিকুজ্জামান, সহযোগী অধ্যাপক উম্মুল হাসানাত রুতবা, এইচএসএফ’র চেয়ারম্যান এম এ মুকিত, সি ই ও মাসুম খান সহ সংগঠনের নির্বাহী সদস্যরা।

ভিসি বলেন, “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তার হাত বাড়িয়ে দিতে তরুণ সমাজের কোন বিকল্প নেই। এ তরুণরাই সুখি সমৃদ্ধির আগামীর বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে। এইচএসএফ’র আজকের কর্মসূচি তারই অংশ।”

ইউনিসেফ’র শিশু বিশেষজ্ঞ সাইদ মিল্লি বলেন, “এইচএসএফ’র আজকের এই কর্মসূচি তরুণদের জন্য উদাহরণস্বরূপ । এইচএসএফ পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য চারটি স্কুল পরিচালনা করছে, যা দেশের শিক্ষার হার বৃদ্ধিতে সহায়তা করবে।  

২০০৯ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আর্তমানবতার সেবায় কাজ করছে। এইচএসএফ’র উদ্যোগে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় 'বৃক্ষমায়া শিশু বিকাশ কেন্দ্র’। সোহরাওয়ার্দী  উদ্যান, ওসমানী উদ্যান, হাইকোর্ট মোড় ও পলাশী মোড়ে এই কেন্দ্রের ৪টি শাখা রয়েছে। কেন্দ্রের প্রতিটি শিশুকে বিনামূল্যে শিক্ষা উপকরণের পাশাপাশি ক্লাস শেষে বিতরণ করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া ঈদকে সামনে রেখে তাদের ও তাদের পরিবারের মাঝে বিতরণ করা হয় নতুন পোশাকসহ খাদ্য সামগ্রী।

এছাড়া নারীর ক্ষমতায়নে আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার লক্ষ্যে ২০ জন দুস্থ মহিলার মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে সেলাই মেশিন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া