adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফটো সাংবাদিক আফতাব খুন

image_69107_0ঢাকা:  একুশে পদক বিজয়ী প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদকে কুপিয়ে খুন করা হয়েছে।রাজধানীর রামপুরার ওয়াপদা রোডের ৬৩/৪ নম্বর বাসার তৃতীয় তলা থেকে বুধবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার রক্তাক্ত লাশ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নুরুল হক বাংলামেইলকে বলেন, আফতাব আহমেদ একাকী এ বাসায় থাকতেন। তার পরিবারের লোক অন্যত্র থাকেন। তারা মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে আসতেন।  দুর্বৃত্তরা ডাকাতি করার উদ্দেশ্যে ঢুকে তাকে হত্যা করেছে, নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।কয়েক বছর আগে আফতাব আহমেদের স্ত্রী মারা গেছেন। ব্যক্তিগত জীবনে আফতাব আহমেদ এক ছেলে এবং এক মেয়ের জনক। তার মেয়ে আফরোজা স্বামীর সঙ্গে গাজীপুরে থাকেন। ছেলে মনোয়ার আহমেদ পেশাগত কারণে যশোরে থাকেন।নিহতের জামাতা ফারুক আহমেদ বলেন, খুনের পর থেকে আফতাব উদ্দিনের ব্যক্তিগত গাড়ির চালক কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।ফটো সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য আফতাব আহমেদ ২০০৬ সালে একুশে পদকে ভূষিত হন। তিনি দেশের শীর্ষস্থানীয় প্রায় সব পত্রিকায় কাজ করেছেন। ছয় বছর আগে ইত্তেফাক থেকে অবসর জীবনে যান।১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকার এক জেলে পরিবারের বাক প্রতিবন্ধী মেয়ে বাসন্তীর জাল পরে লজ্জা নিবারণের ছবি তুলে তুমুল আলোচিত হন আফতাব আহমেদ। এ ছবি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু সরকারকে রাজনৈতিক সঙ্কটে ফেলে দিয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া