adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সাতক্ষীরায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে’

image_60935_0 (1)ঢাকা: সাতক্ষীরায় এখন যে ধরনের অবস্থা বিরাজ করছে, তাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন এবং বাংলাদেশ রুখে দাঁড়াও সংগঠনের আহ্বায়ক সুলতানা কামাল। তিনি বলেছেন, “মুক্তিযুদ্ধে জামায়াত-শিবির যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, এখনো একইভাবে তারা সেসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু ও আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের আঘাত করছে।”

মঙ্গলবার জাতীয় জাদুঘরে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ আয়োজিত সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এসব কথা বলেন।

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান সুলতানা কামাল।

সম্প্রতি জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনা পরিদর্শন করতে সংগঠনটির সাত সদস্যের একটি প্রতিনিধিদল সাতক্ষীরায় যায়। সেখানে তারা ২২-২৩ ডিসেম্বর কলারোয়া, দেবহাটা, কালীগঞ্জ ও আশাশুনির বোধহাটা ঘুরে দেখেন। প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সাংবাদিক আবেদ খান। অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের নির্বাহী পরিষদের সদস্য ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য জিয়াউদ্দিন তারিক আলী, তথ্য কমিশনার সাদেকা হালিম, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সানজিদা আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, জিয়াউর রহমান ও নাট্যশিল্পী রোকেয়া প্রাচী। আজকের সংবাদ সম্মেলন করে আবেদ খান সেই সহিংসতার প্রতিবেদন তুলে ধরেন।

আবেদ খান জানান, সাম্প্রতিক ঘটনায় এখন পর্যন্ত সাতক্ষীরায় ৪৫ জন নিহত হয়েছে।

আবেদ খান বলেন, “সংখ্যালঘু ও আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের ওপর জামায়াত-শিবির হামলা চালাচ্ছে। কিন্তু তাদের পাশে কেন্দ্রীয় নেতাদের কেউ দাঁড়াচ্ছেন না। আর জামায়াত-শিবিরের এসব কর্মকাণ্ডে ইসলামী ব্যাংকসহ ইসলামি বাণিজ্যিক ও সেবাদানমূলক প্রতিষ্ঠানগুলো অর্থায়ন করছে।”

তিনি বলেন, “গণমাধ্যমে সাতক্ষীরার ভয়াবহতা নিয়ে যে প্রতিবেদন আসছে, তা খুবই সামান্য। ঘটনা এর চেয়ে আরো অনেক বেশি ভয়াবহ। শুধু সাতক্ষীরাই নয়, এমন ঘটনা লালমনিরহাটসহ সীমান্তবর্তী এলাকাগুলোতেও ঘটছে।”

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া