adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পথহারা অবরোধ

image_68889ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সড়ক-নৌ ও রেলপথ অবরোধ এখন পথহারা। জোটের নেতাকর্মীরা রাজপথে না থাকায় জনগণও এখন আর অবরোধ মানতে চাইছে না। বিশেষ করে রাজধানীতে সংহিস কোনো ঘটনা না ঘটায় রাজপথে যানবাহন চলাচল মোটামুটি স্বাভাবিক। সুনশান নীরবতার মধ্যেই হাঁটছে দলটির টানা পঞ্চম দফা অবরোধ। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা সমালোচনা।

পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় ও তৃতীয় দিন রোব ও সোমবার রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাগুলোতে দেখা গেছে তীব্র যানজট। মহাসড়ক দাপিয়ে চলেছে বাস, রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। মোড়ে মোড়ে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের সরব উপস্থিত ও চেকপোস্ট। কোথাও কোথাও সেনা সদস্যদের টহলও চোখে পড়েছে। রোববার রাত থেকে সোমবার রাত পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ ও তিন থেকে চারটি গাড়িতে অগ্নিসংযোগ ছাড়া বড় ধরনের তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা গেছে, লঞ্চ ও ট্রেন চলছে স্বাভাবিক নিয়মে। তবে চলাচল স্বাভাবিক থাকলেও দুর্ঘটনা এড়াতে আগের চেয়ে কিছুটা গতি কমিয়ে চালানো হচ্ছে রেল। যাত্রীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও তাদের চোখে মুখে সহিংসতার ভয়।

রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে বিশেষ ব্যবস্থায় দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী বাস ছেড়ে যাচ্ছে। মহাসড়কে চলছে প্রচুর যান। এমনকি অনেকস্থানে যানজটেরও খবর পাওয়া গেছে। ফলে অনেকটাই ঢিলেঢালা হয়ে গেছে পঞ্চম দফার অবরোধ।

বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নেই কোনো নেতাকর্মীর আনাগোনা। রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। রাজধানীর কোথাও দলের নেতাকর্মীদের দেখা নেই। শুধুমাত্র চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সারাদেশের অবরোধের চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করে যাচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এছাড়া ঢাকা মহানগর ‍বিএনপি ও ঢাকা মহানগর জামায়াত ও শিবির প্রেসবিজ্ঞপ্তি দিয়ে নগরী ২০ থেকে ২৫টি থানা এলাকায় মিছিল ও পিকেটিংয়ের কথা জানালেও তার সত্যতা পাওয়া যায়নি। বরাবরের মতো রাজধানীতে অনুপস্থিত ছিল জোটের অন্য শরিকদলগুলোও।

অপরদিকে ক্ষমতাশীন আওয়ামী লীগ বিভিন্ন স্থানে অবরোধ বিরোধী খণ্ডখণ্ড মিছিল করেছে। রাজধানী ঢাকা ছাড়াও মফস্বল অঞ্চলগুলোতেও রয়েছে একই চিত্র।

গাবতলীর বাসচালক শফিকুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘রাস্তায় গাড়ি নামালেই আগুন, ভাঙচুর করা হতো। কিন্তু এবারের অবরোধে এখন আর তা দেখা যাচ্ছে না। তাই গতকাল থেকে রাস্তায় গাড়ি নামাচ্ছি। সরকারও যথেষ্ট সাপোর্ট দিচ্ছে।’

সায়েদাবাদের শ্যামলী বাস কাউন্টার মাস্টার কামাল উদ্দিন বাংলামেইলকে বলেন, ‘প্রতিদিন এখান থেকে অন্তত ১২ থেকে ১৩শ গাড়ি বিভিন্নস্থানে ছেড়ে যায়। তবে অবরোধে কিছুটা কমসংখ্যক গাড়ি ছাড়া হয়েছে। অন্যান্যদিনের হরতাল-অবরোধের মতো এবারের অবরোধ মনে হচ্ছে না।’

বিএনপির অবরোধ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বাংলামেইলকে বলেন, ‘অবরোধের চিত্র এমন যে, আমার ১১টার প্রোগ্রামে যানজটের কারণে পৌঁছেছি ১১টা ৪০ মিনিটে। আসলে বিএনপির এ ধ্বংসাত্মক কর্মকাণ্ড জনগণ শুধু প্রত্যাখ্যানই করেনি বরং ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনগণ সব ভয়ভীতি উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে। মানুষ শতঃস্ফুর্তভাবে রাস্তায় বেরিয়ে কাজকর্মে যোগ দিয়েছে।’

তবে এ অভিযোগ অস্বীকার করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান বাংলামেইলকে বলেন, ‘অবরোধে পুরো দেশ অচল হয়ে গেছে। সরকার আমাদের অবরোধে ভীত হয়ে পুলিশ ও দলীয় ক্যাডার বাহিনী দিয়ে দেশের মানুষকে হত্যা করছে। হরতাল-অবরোধ চলাকালে রাজধানীতে দুই-চারটি গাড়ি দেখা গেলেও রাজধানীর বাইরের রাস্তাগুলো একেবারেই ফাঁকা। জনগণের শতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে অবরোধ সফল।’

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর জামায়াত নেতা বাংলামেইলকে বলেন, ‘আসলে অবরোধ পথহারা হয়ে পড়েছে এ কথা ঠিক নয়। দেখুন, রাজধানীতে তেমন জোরালোভাবে অবরোধ পালিত না হলেও সারাদেশে ঠিকই সর্বাত্মক অবরোধ পালিত হচ্ছে।’

তিনি বলেন, ‘রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে নেতাকর্মীরা রাজপথে নামতে পারছে না। নেতাকর্মীদের দেখামাত্রই গুলি করা হচ্ছে। তাই নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম।’ তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত-শিবির রাজপথ ছেড়ে যাবে না বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া বাংলামেইলকে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে জনগণই অবরোধ পালন করছে। আমরা ছোট দল আমাদের শক্তিও কম। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। রাজপথের চেয়ে সরকারের বিরুদ্ধে জনমত তৈরিতে আমরা বেশি কাজ করছি।’

এ বিষয়ে জানতে চাইলে রাজধানীর গুলশান ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার সালেকিন বাংলামেইলকে বলেন, ‘আসলে প্রকৃত অর্থে এখন অবরোধ পালন হচ্ছে না। ব্যক্তি মালিকানাধীন গাড়ির সংখ্যা কিছুটা কম থাকলেও রাস্তায় প্রচুর যাত্রীবাহী গাড়ি রয়েছে।’

জোটের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বাংলামেইলকে বলেন, ‘আসলে গত ২৬ নভেম্বর থেকে টানা অবরোধ পালন করা হচ্ছে। আর কতো? মানুষের দৈনন্দিন চাহিদা তো মেটাতে হবে। হাতে টাকা না থাকলে মানুষ কী করবে? তাই বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আসছে তারা।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া