adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নির্বাচনে পর্যবেক্ষকের প্রয়োজন নেই

image_68862_0ঢাকা: আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষকের প্রয়োজন নেই বলে মনে করেন প্রধানমন্ত্রীর ছেলে ও নির্বাচনকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।

সোমবার রাত পৌনে ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি কনফারেন্স রুমে জয় সাংবাদিকদের কাছে এ মত দেন।বহির্বিশ্বের বিভিন্ন সংগঠন নির্বাচনে তাদের পর্যবেক্ষক না পাঠাচ্ছে না কেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ নির্বাচনে পর্যবেক্ষকের কোনো প্রয়োজন নেই, সে কারণেই তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না।’

এর আগে রাত সোয়া ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন। পরে বিমানবন্দরের ভিআইপি কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে অংশ নেন।

তিনি বলেন, ‘বিজয় দিবসের আগেই আসার ইচ্ছে ছিল কারণ, এবারের বিজয় দিবসটি অন্যরকমভাবে পলিত হয়েছে। কেননা দিবসটির আগে একজন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। আর এ রায় কার্যকর হওয়ার পেছনে বড় অবদান রয়েছে আওয়ামী লীগ এবং আমার মা শেখ হাসিনার।’
জয় বলেন, ‘কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর পাকিস্তানের পার্লামেন্টে একটি নিন্দা প্রস্তাব পাস করা হয়। সে দেশের নিন্দা প্রস্তাব পাস করার পরও বাংলাদেশে দুইবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কোনো প্রতিক্রিয়া দেননি যা বাংলাদেশের স্বাধীনতার জন্য লজ্জার বিষয়। এ অবস্থায় কোনো দেশপ্রেমিক নেতানেত্রী চুপ করে থাকতে পারে না।’
যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামী নির্বাচন করতে পারবে না বলেই বিএনপি নির্বাচনে আসেনি মন্তব্য করে জয় বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারে অংশ নেয়ার জন্য বিএনপিকে অনেক অনুরোধ করা হয়েছে। হোম মিনিস্টারের পদ দেয়ারও প্রস্তাব করা হয়েছিল কিন্তু তারা আসেননি। তারা না আসলেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’
তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না- বিরোধী দলের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘ইতোপূর্বে এ সরকারের অধীনে ৬ হাজার নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে বিরোধী দলের নেতারাই নির্বাচিত হয়েছেন। কই তারা তো পদত্যাগ করেননি? এখন বিরোধী দল নির্বাচন বয়কট করলে আমরা তাদের জোর করতে পারি না।’
দশম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বিরোধী দলের সঙ্গে যদি সমঝোতায় আসা যায় তবে একাদশ নির্বাচনে দ্বিতীয়বার যে নির্বাচনী খরচ হবে তা কতটুকু গ্রহণযোগ্য হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ জন্য বিরোধী দলই দায়ী থাকবে।’
 এবার দেশে কয়দিন থাকবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয় বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসেছি। পাশাপাশি নিজের মতো করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবো।’উল্লেখ্য, প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ না নেয়া, নির্বাচনী সরকার নিয়ে সমঝোতায় পৌঁছতে দুই দলের ব্যর্থতা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন প্রার্থী নির্বাচিত হওয়া সর্বোপরি নির্বাচনের পরিবেশ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্র নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া