adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্বাভাবিক আয় ও সম্পদ খতিয়ে দেখছে দুদক

image_68836_0ঢাকা: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীর অস্বাভাবিক আয় বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৪ জনের মধ্যে যাদের আয় ও সম্পত্তির বিবরণে অসঙ্গতি রয়েছে তাদের ব্যাপারেও অনুসন্ধান চালাবে কমিশন।

এ ব্যাপারে সোমবার দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বাংলামেইলকে বলেন, ‘আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় উল্লেখিত সম্পদের তথ্য ঢালাওভাবে যাচাই-বাছাই না করলেও বিশেষ কয়েকজন: বর্তমান ক্ষমতায় থাকা এমপি, মন্ত্রীদের ওপর গভীর নজর রাখা হচ্ছে।’

উল্লেখ্য, এই মুহূর্তে প্রার্থীদের হলফনামায় উল্লেখিত সম্পদের বিবরণ নিয়ে তদন্ত করতে গেলে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে- এমন যুক্তি দিয়েছিলেন দুদক কমিশনার মো. শাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেছিলেন, ‘নির্বাচনী আবহাওয়া বইছে। এখন প্রার্থীদের সম্পদের হলফনামা যাচাই নিয়ে দুদক ঝাঁপিয়ে পড়লে একধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেটা করার ইচ্ছা কমিশনের নেই।’



তার বক্তব্যের পরই প্রার্থীদের আয় ও সম্পদ বিবরণীর অসঙ্গতি নিয়ে গণমাধ্যমে জোরেসোরে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুদক সে অবস্থান থেকে সরে এলো।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রায় ১৫৪ জন নির্বাচন না করেই সংসদ সদস্য হতে চলেছে। তাদের বিষয়ে এখন হলফনামা যাচাই বাছাই করে তেমন কিছু হবে না। তারপরও আমরা তারাসহ যেসব প্রার্থীর আয় ও সম্পদে অসঙ্গতি রয়েছে তাদের ব্যাপারে অনুসন্ধান চালাবো। এর জন্য নির্বাচন পর্যন্ত আর অপেক্ষা করবো না।’

দুদকের এ প্রধান নির্বাহী বলেন, ‘২০০৮ সালে যাদের হলফনামায় ৫ লাখ টাকা উল্লেখ ছিল মাত্র পাঁচ বছরে তারা কীভাবে ৫০০ কোটি টাকা আয় করেছে সেটা দুদক গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ২০০৮ সালের নির্বাচনে যে স্টেটমেন্ট দিয়েছে তার চেয়ে এবারের সম্পদের অসঙ্গতি রয়েছে অনেক। আমরা বিভিন্ন সময় পত্র-পত্রিকায় দেখেছি, সেসব কাটিংসহ অনেক তথ্য আমাদের কাছে রয়েছে।’



এদিকে, নির্বাচনের কী হবে কী হবে না সেটা দেখার দায়িত্ব দুদকের নয়। হলফনামা যাচাই-বাছাই করাটাই দুদকের দায়িত্ব। নির্বাচনে এর প্রভাব পড়বে এ কথা বলে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।      

আগের অবস্থান থেকে সামান্য সরে আশায় তিনি দুদকে ধন্যবাদ জানান।

ড. ইফতেখারুজ্জামান বাংলামেইলকে বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় কে পাস করেছে কে পাস করেননি সেটা না দেখে সব প্রার্থীর হলফনামা অনুযায়ী যাচাই বাছাই করাটা দুদকের দায়িত্ব।’

টিআইবির এ নির্বাহী বলেন ক্ষোভ প্রকাশ করেন বলেন, ‘আমি বুঝি না, অবৈধ সম্পদশালীদের বিরুদ্ধে এখনই দুদকের আইনানুগ ব্যবস্থা নিতে বাধা কোথায়? ১৫৪ জন প্রার্থীকে নির্বাচন করতে হবে না সেটা তো বিষয় নয়। সব প্রার্থীর সঠিকভাবে সকল তথ্য ও সম্পদের হিসাব দেখবে এবং কোনো অসঙ্গতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে দুদক। কোনো ব্যক্তি বিবেচনা না করে সবাইকে সমান ভেবে দুদক তার মতো কাজ করবে সব মানুষ তা-ই আশা করে।’

উল্লেখ্য, নির্বাচন কমিশনে দেয়া প্রার্থীদের হলফনামায় আয়ের উৎস ও পরিমাণে অসঙ্গতি রয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এর মধ্যে বর্তমান মন্ত্রী-এমপিদের অনেকেই আছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া