adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজি হারানোর আশঙ্কায় বিনিয়োগকারীরা

image_60587_0 (1)ঢাকা: দিন দিন রাজনৈতিক অস্থিরতা বাড়ার কারণে বিনিয়োগকারীদের পুঁজি হারানোর আশঙ্কাও আরো দৃঢ় হচ্ছে। পুঁজিবাজারে গত সপ্তাহের চার কার্যদিবসে আগের সপ্তাহের তুলনায় ফের দরপতনে আতঙ্কিত হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা।

এদিকে রাজনৈতিক অস্থিরতা ছাড়া দরপতনের কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাননি বাজার সংশ্লিষ্টরা। তারা বলেন, সব সিদ্ধান্ত এখনো বাজারের অনুকূলে রয়েছে, ব্যাংকগুলোও পুনরায় বাজারে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই রাজনৈতিক অস্থিরতা নিয়েই চিন্তিত বিনিয়োগকারীরা। তাই পুঁজিবাজারের স্বার্থে রাজনৈতিক পরিস্থিতির সুরাহা করতে হবে বলে মত দেন বাজার বিশ্লেষকরা।

প্রাপ্ত তথ্যমতে, হাতেগোনা কয়েক দিন ছাড়া দীর্ঘ প্রায় তিন বছর ধরেই পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ডিএসইতে গত সপ্তাহের চার কার্যদিবসে পূর্ববর্তী সপ্তাহের পাঁচ কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে এক হাজার ১৫০ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকা।

পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক হাসান মাহমুদ বিপ্লব বলেন, বাজার এখন চলছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের দিয়ে। বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ একদম কমে গেছে। শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের দিয়ে বাজার স্থিতিশীল করা যাবে না। কারণ, পুঁজিবাজার কখনো ক্ষুদ্র বিনিয়োগকারীদের ওপর নির্ভর করে চলতে পারে না, এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে হবে। সেই সঙ্গে মার্চেন্ট ব্যাংক ও মিউচ্যুয়াল ফান্ডগুলো তাদের দায়িত্ব পালন করছে কিনা- তা খতিয়ে দেখতে হবে। বর্তমান পুঁজিবাজারে ব্যাংকগুলোর জন্য বিনিয়োগ সীমা রয়েছে, আইন পরিবর্তন করার সময় সেই বিনিয়োগ সীমা যাতে কমে না যায়- সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

গৃহনির্মাণ ঋণ বিতরণেও পিছিয়ে পড়ছে আর্থিক প্রতিষ্ঠানগুলো

গৃহনির্মাণ ঋণের ক্ষেত্রে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) চেয়ে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে। কারণ নানারকম ভোগান্তি ও ঋণ প্রাপ্তিতে দীর্ঘসূত্রতার কারণে বেশি সুদ হওয়া সত্ত্বেও নানারকম সুবিধার জন্য সাধারণ গ্রাহকরা বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ধর্ণা দেয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও গ্যাস সংকটের কারণে গৃহনির্মাণ ঋণ বিতরণে পিছিয়ে পড়ছে আর্থিক প্রতিষ্ঠানগুলো।

জানা গেছে, কয়েক বছর ধরেই ব্যবসা বাণিজ্যে মন্দাবস্থা যাচ্ছে। জমির দাম অস্বাভাবিক বাড়া, অবকাঠামোগত সমস্যা, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট আবাসন শিল্পকে নেতিবাচক অবস্থায় নামিয়ে এনেছে। এরমধ্যে দেশে আবার রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়ায় এ সংকট আরো ঘনীভূত হয়েছে। এ অবস্থায় কেউ নতুন কোনো প্রকল্পে হাত দিচ্ছে না- বলে জানায় আর্থিক প্রতিষ্ঠানগুলো।

তথ্যানুসন্ধানে জানা যায়, গৃহনির্মাণ ঋণের ক্ষেত্রে সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুদের হার ১০ থেকে ১২ শতাংশ এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুদের হার ১৮ থেকে ২১ শতাংশ। তারপরও গ্রাহকরা শুধুমাত্র ভোগান্তি ও ঋণ প্রাপ্তিতে দীর্ঘসূত্রতার কারণে ঋণ নিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দিকেই ঝুঁকে। কিন্তু বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে আবাসন খাত গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া