adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের বিরুদ্ধে সেনা মোতায়েন

image_68342_0ঢাকা: নির্বাচনে সেনা মোতায়েন করার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘নির্বাচন কমিশন একতরফা নির্বাচনে সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে মোতায়েন করছে।’

শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘যে নির্বাচন নিয়ে দেশব্যাপী কারো আগ্রহ নেই, সেই নির্বাচনে সেনা মোতায়েন অপ্রয়োজনীয়। আমারা মনে করি, এ একতরফা নির্বাচনে সেনা ব্যবহার করা ঠিক হবে না।’

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘যে নির্বাচনী প্রহসনে অর্ধেকের বেশি আসনে পছন্দনীয় প্রার্থীদের বিজয়ী দেখানো হয়েছে এবং অবশিষ্ট আসনেও বাস্তবে কোনো প্রতিদ্বন্দ্বিতা তো দূরের কথা প্রচারণাও নেই। সেই নির্বাচনে দেশপ্রেমিক স্বশস্ত্র বাহিনীকে নিয়োগ করার খবরে আমরা বিস্মিত হয়েছি। অযোগ্য নির্বাচন কমিশন সরকারের ইচ্ছাপূরণের হাতিয়ার হয়ে নিজেরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা জনগণের বিভিন্ন দুঃসময়ে যারা তাদের পাশে দাঁড়ায়-সেই স্বশস্ত্র বাহিনীকেও জনগণের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা নির্বাচন কমিশনের এই অপচেষ্টার নিন্দা জানাচ্ছি।’

নজরুল বলেন, ‘জনগণ ভোট দেবে না জেনে সরকারি দল ও জোট নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে ইতিমধ্যেই ভোট ছাড়াই সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে গেছে। অন্যান্য আসনেও বিজয় নির্ধারণ করাই আছে। অপেক্ষা শুধু বশংবদ নির্বাচন কমিশনকে দিয়ে ফলাফল ঘোষণার। নির্বাচন নিয়ে এমন হাস্যকর রসিকতা ও নির্মম খেলা বিশ্বের কোথায়ও কেউ দেখেনি। প্রভাবশালী আন্তর্জাতিক সাময়িকী দ্যা ইকোনমিক টাইমসের নিবন্ধে এটাকে ফল নির্ধারণপূর্বক নির্বাচন উল্লেখ করে বলা হয়েছে যে, এটা সুস্পষ্ট একটা প্রহসন। মন্তব্য করা হয়েছে যে, এই নির্বাচনী প্রহসনে আওয়ামী লীগ জিতবে- হারবে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘সরকার ইতিমধ্যে নির্বাচনী নাটক করতে গিয়ে দেশে-বিদেশে কঠোর সমালোচনার মুখে পড়েছে। নির্বাচনে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে না। দেশীয় পর্যবেক্ষকরাও অনীহা প্রকাশ করেছে। সবাই বলছেন, এ নির্বাচন পাতানো, অর্থহীন, অগ্রহণযোগ্য ও অপর্যবেক্ষণযোগ্য। এই নির্বাচনে জনসমর্থন নেই- জনগণের অংশগ্রহণও নেই। সংখ্যাগরিষ্ঠ ভোটারকে কৌশলে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে সরকার নিজেই স্বীকার করে নিয়েছে যে, জনগণের মুখোমুখি হতে সরকার ভয় পায়।’

আয়-ব্যয়ের হিসাব প্রকাশ না করায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘ক্ষমতাসীন সরকার তার নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী তার বক্তৃতা ও বিবৃতিতে বহুবার বলার পরও সরকারের কোনো মন্ত্রী তাদের আয়-ব্যয়ের হিসাব গত ৫ বছরে প্রকাশ করেননি। তারপরও গত কয়দিনে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রধানমন্ত্রীসহ বর্তমান ও সাবেক মন্ত্রীদের সম্পদের ঘোষিত বিবরণী যা প্রকাশ পেয়েছে তাও আঁতকে উঠার মতো। মনে হয় এই সরকারের সব নেতা ও মন্ত্রীকেই পদ ও মন্ত্রণালয় বণ্টনের সময় একটা করে আলাউদ্দিনের চেরাগ দেয়া হয়েছিল- যা দিয়ে তারা এতো সম্পদ করতে পেরেছেন!’

নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আলোচনা চলছে এবং নির্বাচনের পরও আলোচনা চলবে। অথচ সবাই জানেন যে, জাতিসংঘের মধ্যস্থতায় যে আলোচনা শুরু হয়েছিল তা দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে সরকারের ধরন কি হবে তা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য। নির্বাচনের পরও আলোচনার কথা বলে প্রকৃতপক্ষে তিনি সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে দিলেন যে নির্বাচনের আগে এ বিষয়ে সরকার কোনো সমঝোতায় আসবে না। যে তিন দফা আলোচনা হয়েছে তা ছিল লোক দেখানো। প্রমাণ হলো যে, আলোচনার মাধ্যমে সমঝোতার জাতীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সরকারই নস্যাৎ করে দিল।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- আন্দোলন চলছে এবং আন্দোলনের অংশ হিসেবেই জাতিসংঘের মধ্যস্থতায় আয়োজিত সংলাপ চলছিল- সবই দশম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, সবার অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচনকালীন সরকারের ধরন নিয়ে। একাদশ কিংবা পরবর্তী কোনো নির্বাচন নিয়ে আলোচনার কোনো অবকাশ কিংবা আগ্রহ আমাদের কখনো ছিল না, এখনো নেই। আমরা সরকারকে বলবো বাস্তবতা অনুধাবন করুন। জনগণের বিপক্ষে যাবেন না এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।’ আওয়ামী লীগের পাতা ফাঁদে দেশের সংগ্রামী জনগণ কখনো পা দেবে না বলেও উল্লেখ করেন তিনি।

সাবেক এই দপ্তর সম্পাদক বলেন, ‘১৮ দলীয় জোটের ডাকে সারাদেশে চলমান অবরোধ কর্মসূচির প্রথম দিন চলছে। শান্তিপূর্ণ এই কর্মসূচি প্রতিরোধে দেশের বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর পাশাপাশি সরকারের দলীয় সন্ত্রাসীদের আক্রমণে গত ২ দিনে বিরোধী দলের নেতাকর্মী খুন হয়েছে, জখম ও গ্রেপ্তার করা হয়েছে অসংখ্য। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার, হয়রানী এবং স্বাভাবিক শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিলে বাধা দেয়ার ঘটনা তো চলছেই।’

পাঁচ দফা অবরোধের প্রথম দিন সারাদেশের সার্বিক চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘সারাদেশে ১৮ দলীয় জোটের একজন নিহত, আহত হয়েছে ৫২৩ জন, গ্রেপ্তার করা হয়েছে ৩৮৫ জনকে, মামলা দেয়া হয়েছে ২৯ জনের বিরুদ্ধে এবং ভ্রাম্যমাণ আদালতে ৩ নেতাকর্মীকে সাজা প্রদান করা হয়েছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া