adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সরকার হটাতে শিগগিরই মাঠে নামছেন খালেদা

image_68248ঢাকা: সরকারবিরোধী চলমান আন্দোলন জোরদার করতে শিগগিরই মাঠে নামছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট ও বিদেশিদের সম্পৃক্ততা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমনটাই জানিয়েছেন বেগম জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার মাহবুব হোসেন।  

মাহবুব হোসেন বলেন, ‘এ সরকারকে হটাতে দেশনেত্রী রাস্তায় নামবেন। যেদিন তিনি নামবেন সেদিন দেশে আগুন জ্বলবে। তাই খুব দ্রুত ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়কের দাবি মেনে নেন।’

তিনি আরো বলেন, ‘যৌথবাহিনী দিয়ে দেশের সাধারণ মানুষের পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও হয়রানি করা হচ্ছে। যা পাকিস্তান আমলকেও হার মানিয়েছে।  

প্রধানমন্ত্রীর সমালোচনা করে মাহবুব হোসেন বলেন, ‘ক্ষমতায় আসার পর আপনি একের পর এক ইস্যু তৈরি করে দেশে অশান্তি তৈরি করেছেন। আদালতের নির্দেশও মেনে নেননি। আপনি রোমান সরকারের মতো ক্ষমতাকে চিরস্থায়ী করতে এমন করেছেন। জনগণ তা করতে দেবে না। এ নির্বাচন অবশ্যই বাতিল করতে হবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মে. জে. (অব.) রুহুল আলম চৌধুরী বলেন, ‘সরকারবিরোধী আন্দোলনে আজ পুরো দেশ অচল। সরকার বুঝতে পেরেছে তারা জনগণের ভোটে নির্বাচনে আসতে পারবে না। তাই তারা পাতানো নির্বাচনের আয়োজন করেছে।’

তিনি আরো বলেন, ‘যে কোনো বিষয়ে বিদেশিরা কথা বলতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে তারা আমাদের দেশে কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না সে বিষয়ে হস্তক্ষেপ করবে।’

এ বিষয়ে তিনি ভারতকে হুঁশিয়ার হওয়ার আহ্বান জানান।

খালেদা জিয়ার আরেক উপদেষ্টা অ্যাড. আহমেদ আজম খান বলেন, ‘দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনীতি বিপন্ন। একটি অবাধ নির্বাচনের দাবিতে বাংলাদেশ আচল হয়ে গেছে। অথচ যারা আজ গণতনন্ত্রের কথা বলছে তারা কোনোভাবেই জনগণের দাবি মানছেন না।’

তিনি আরো বলেন, ‘এক ব্যক্তির খেয়াল খুশিমতো দেশ চলছে। তারা উন্নয়ন সহযোগী কোন দেশের কথা শুনছে না। বাংলাদেশকে ছোট করে বিশ্বসংস্থাগুলোকে অপমানিত করেছে।’

আজম খান আরো বলেন, ‘বাংলাদেশ নিয়ে কথা বলায় আজ যারা পাকিস্তান দূতাবাস আক্রমণ করতে যান তারা সেদিন কেন ভারতের দূতাবাস আক্রমণ করেননি যেদিন সুজাতা সিং বাংলাদেশের রাজনীতি নিয়ে পাতানো নির্বাচনে যাওয়ার জন্য বিভিন্ন দলকে কমান্ডো স্টাইলে চাপ দিয়ে গেছেন।’  

অল কমিউনিটি ফোরাম আয়োজিত এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো, কাবিরুল হায়দার, সাংগঠনিক সম্পাদক মো, রমজান আলী ভূইয়া, নির্বাহী কমিটির সদস্য জবা খান প্রমুখ।  

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া