adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মনোনয়নবঞ্চিতদের জন্য উপ-কমিটি সম্প্রসারণ!

image_68049_0ঢাকা: আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিতদের দলত্যাগ বা বিদ্রোহ ঠেকাতে উপ-কমিটিতে স্থান দেয়ার কৌশল হাতে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়নের আশায় ছিলেন এমন প্রার্থীরা স্বতন্ত্র নির্বাচন অথবা বিদ্রোহ করার আশঙ্কা থেকেই দলটির নীতিনির্ধারকরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের প্রায় ৩ হাজার প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ২২৯ প্রার্থী দলীয়ভাবে মনোনিত হন (অবশ্য পরবর্তীতে জোটকে বেশ কয়েকটি আসন ছেড়ে দিতে হয়েছে)। বাকিদের সন্তুষ্ট রাখতে উপ-কমিটিতে স্থান দেয়ার প্রক্রিয়া চলছে। সহ-সম্পাদক হিসেবে উপ-কমিটিতে এরই মধ্যে প্রায় ২৫ থেকে ৩০ মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগ প্রার্থী স্থান পেয়েছেন।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেও অনেকেই শেষ পর্যন্ত দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। ফলে অনেক মনোনয়নবঞ্চিত ক্ষোভে দল থেকে বের হয়ে যাওয়ার হুমকি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। এমনকি দলের টিকিট পাওয়া প্রার্থীদের বাড়ি-ঘরে হামলা চালায় মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা। আর এ কারণেই সংসদ নির্বাচনে কে কে মনোনয়ন পাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেন।

পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হয় মনোনয়নবঞ্চিতদের খুশি করতে দলের উপ-কমিটিতে তাদের স্থান দেয়া হবে। এরই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর থেকে কমিটিতে নতুন স্থান পাওয়া নেতাদের কাছে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) ড. আব্দুস সোবহান গোলাপ একটি চিঠি ইস্যু করেন। অনেকের কাছে এ চিঠি পৌঁছে দেয়া হয়েছে বলেও ওই সূত্রটি দাবি করেছে।

প্রথম দফায় ৬৬ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছিল। এরপর ৬ আগস্ট আরো ৮৩ জনকে এ পদে অন্তর্ভুক্ত করা হয়। দুই দফায় মোট সহ-সম্পাদকের সংখ্যা দাঁড়ায় ১৪৯ জন। বুধবার আরো ২১০ জনকে সহ-সম্পাদক পদে অন্তর্ভুক্ত করায় মোট সংখ্যা দাঁড়ালো ৩৫৯ জনে। তবে আগামী কয়েকদিনে মধ্যে আরো ৭০ জনকে এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ জানা তথ্য মতে, মনোনয়নবঞ্চিতদের মধ্যে নেত্রকোনা-৩ আসনের আলমগীর আহসান, লক্ষ্মীপুর-৩ আসনের মোমিন পাটোয়ারী, ফেনী-৩ আসনের জহির মাহমুদ লিপটন, নোয়াখালী-২ আসনের শিহাবউদ্দিন, শরীয়তপুর-১ মেহেদি জামিল, নারায়ণগঞ্জ-৩ এর এইচএম মাসুদ দুলাল, পিরোজপুর-৩ আসনের মহিউদ্দিন মহারাজ উপ-কমিটিতে সহ-সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন।

জানতে চাইলে আলমগীর আহসান বাংলামেইলকে বলেন, ‘দীর্ঘ দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নেত্রী ভালো মনে করেছেন তাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী উপ-কমিটিতে জায়গা দিয়েছেন। মনোনয়ন দেননি এ জন্য কমিটিতে জায়গা দিয়েছেন এমনটা আমার মনে হয় না।’

শিহাবউদ্দিন বাংলামেইলকে বলেন, ‘অনেক দিন ছাত্রলীগের রাজনীতি করেছি। এখন আওয়ামী লীগের উপ-কমিটিতে স্থান পেয়েছি। আমি চেষ্টা করবো সঠিকভাবে আমার দায়িত্ব পালন করতে।’

তিনি বলেন, ‘দলীয় মনোনয়ন পাইনি বলে আমাকে এ কমিটিতে রাখা হয়েছে এটা বিশ্বাস করি না। আমার সাংগঠনিক কার্যক্রমের উপর ভিত্তি করেই আমাকে এ কমিটিতে রাখা হয়েছে।’

তবে নাম প্রকাশ না করার শর্তে উপ-কমিটিতে স্থান পাওয়া এক নেতা বাংলামেইলকে বলেন, ‘২৫ হাজার টাকা খরচ করে মনোনয়ন ফরম কেনার একটাই উদ্দেশ্য, সেটা হলো নেত্রীর নজরে আসা। আর নেত্রীর নজরে আসা মানে আওয়ামী লীগের যে কোনো একটা কমিটিতে জায়গা পাওয়া।’

মনোনয়ন ক্রয় করে কীভাবে নেত্রীর নজরে আসলেন প্রশ্ন করলে তিনি বলেন, ‘মনোনয়ন ক্রয় করা সব প্রার্থীদেরকে প্রধানমন্ত্রী গণভবনে ডেকেছেন এবং সবার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার সঙ্গে দেখা করা মানে সুনজরে আসা। আর সুনজরে আসা মানে যেটা হয় সেটাই হয়েছে।’

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বাংলামেইলকে বলেন, ‘আওয়ামী লীগের উপ-কমিটিতে মনোনয়নবঞ্চিত কাউকে অর্ন্তভুক্ত করা হয়েছে কি না এ ব্যাপারে আমার কিছু জানা নেই।’

দলের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিনের কাছে জানতে চাইলে তিনিও একই কথা জানান। তিনি বলেন. ‘আমার বিষয়টি জানা নেই। যারা এ কাজের সঙ্গে যুক্ত আছেন তারাই ভালো বলতে পারবেন।’

এদিকে দলীয়ভাবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করায় ড. আওলাদ হোসেনকে ১৮ ডিসেম্বর আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া