adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এটিএম বুথে টাকার সঙ্কট কাটেনি

image_68176_0ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরও অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথগুলোতে টাকার সঙ্কট কাটছে না। গত ৩ ডিসেম্বর বুধবার ব্যাংকের শাখা ও এটিএম বুথগুলোতে সার্বক্ষণিক পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে বুথের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও পুলিশের মহাপরিদর্শক বরাবর চিঠিও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল, শাহবাগ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, ফার্মগেট এলাকা ঘুরে দেখা গেছে, গ্রাহকরা টাকা তোলার জন্য এক বুথ থেকে অন্য বুথে ঘুরছেন। কিন্তু টাকা পাচ্ছেন না। তবে ব্যাংকের শাখাগুলোর পাশে থাকা বুথে টাকা ছিল এবং এসব বুথে দীর্ঘ লাইন দেখা গেছে।

বিরোধী জোটের অব্যাহত অবরোধের কারণে পরিবহন ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তার চরম সঙ্কট তৈরি হয়েছে। এতে কার্যত ঢাকার সঙ্গে জেলাগুলোর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্যাংকগুলো নিরাপত্তার অভাবে দূরবর্তী শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় অর্থ পাঠাতে পারছে না।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার কারেন্সি বিভাগের মহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম খান বাংলামেইলকে বলেন, ‘টানা অবরোধের প্রথম দিকে অর্থাৎ ৩ ডিসেম্বরের দিকে এটিএম বুথে টাকা না থাকার খবর পেয়ে আমরা বুথগুলোতে টাকা দেয়ার ব্যবস্থা করি। একই সঙ্গে ব্যাংক ও এটিএম বুথগুলোর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে পুলিশ প্রধান ও ডিএমপিকে চিঠি দেওয়া হয়েছে।’

তারপর থেকে আর এমটিএম বুথে টাকা না থাকার অভিযোগ পাননি বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান নূরুল আমিন বলেন, ‘টানা অবরোধের কারণে ব্যাংকগুলো প্রয়োজন অনুযায়ী অর্থ সরবরাহ করতে পারছে না।’

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে বিভিন্ন ব্যাংকের পাঁচ হাজারের বেশি এটিএম বুথ রয়েছে। আর টাকা তোলার জন্য বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড রয়েছে ৮০ লাখের বেশি। এর মধ্যে ৭২ লাখ রয়েছে ডেবিট কার্ড। সবচেয়ে বেশি আড়াই হাজারের মতো এটিএম বুথ রয়েছে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের। এর পরেই রয়েছে ব্র্যাক ব্যাংকের ৩৩৩টি এটিএম বুথ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া