adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিফা ট্রফি দেখানো হবে রেডিসনে

image_59914ঢাকা: পূর্ব নির্ধারিত ভেন্যু অনুযায়ী ফিফা বিশ্বকাপের আসল ট্রফি প্রদর্শনী হচ্ছে না। চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে নিরাপত্তা শঙ্কা থাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে ভক্তদের দেখার জন্য হোটেল রেডিসনে রাখা হবে এটি। মঙ্গলবার দুপুরে একটায় ফিফার বিশেষ বিমানযোগে হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে নিয়ে আসা হয় ট্রফিটি। এরপর সেটি বঙ্গভবন ঘুরে নেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে।



পড়ন্ত বিকেলে শোনা গিয়েছিল নিরাপত্তাজনিত কারণে কোনো প্রদর্শনীর আয়োজন না করেই নির্ধারিত দিনে ঢাকা ছাড়বে ট্রফি। শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন করে ভক্তদের চোখের তৃপ্তি মেটানো হচ্ছে। 



বিশ্বকাপের প্রচারণার অংশ হিসেবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অফিসিয়াল পার্টনার কোকাকোলা ঢাকায় ট্রফিটি এনেছে। তিনদিনের সফর শেষে এটি ঢাকা ত্যাগ করবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর ‍ট্রফিটি দেখতে পাবেন কোকাকোলার আমন্ত্রিত দর্শকরা। 



ভেন্যু পরিবর্তন হওয়ার পর প্রদর্শনীর সময়সূচি চূড়ান্ত করা হয়নি। 



প্রধানমন্ত্রীর কার্যালয় ঘুরে ট্রফিটি নেওয়া হয় হোটেল রেডিসনে। সেখানে বাংলাদেশ ট্যুরের আয়োজক কমিটির সদস্য সালাম ‍মুর্শেদী ও ইন্ডিয়ান এন্ড সাউথ ইস্ট এশিয়া আয়োজক কমিটির প্রধান নির্বাহী কৃষ্ণ কুমার ট্রফি উন্মোচন করেন। এরপর নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কোকাকোলার প্রতিনিধি ব্রাইট রস, ফিফার প্রতিনিধি ইয়ান শেডার ও কোকাকোলা ইন্ডিয়ান এন্ড সাউথ ইস্ট এশিয়ার ডেপুটি প্রেসিডেন্ট ম্যানকাটাস কিনি।



মুর্শেদী এক বক্তব্যে বলেন,‘আমাদের খুব ইচ্ছা ছিল অন্তত বিশ্বকাপ বাছাইপর্বে খেলার। কিন্তু সেটা পূরণ হয়নি। তবে এবার আমাদের দেশে ট্রফিটি এল। এটাও আমাদের দেশের জন্য বড় অর্জন। আমাদের দর্শকরা আসল ট্রফিটি দেখে অনেক আনন্দিত হবে। তাদের জন্য এই ব্যবস্থা করতে পেরে আমরা উল্লসিত।’



কোকাকোলা খেয়ে তার ছিপির গায়ে দেওয়া নম্বরে এসএমএস করে লটারির মাধ্যমে বিজয়ী ৯ হাজার, আর দেশের ফুটবল সংশ্লিষ্ট ছয় হাজার ব্যক্তিকে সৌজন্য টিকিট দিয়েছে এই পানীয় কোম্পানি। ট্রফির পাশে ছবিও তুলতে পারবেন দর্শক ও ভক্তরা।



গত ১২ সেপ্টেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে শুরু হয়েছে ২৬৭ দিনব্যাপী এক লাখ ৪৯ হাজার ৫৭৬.৮ কিলোমিটারের এই পথভ্রমণ। এই দূরত্ব পৃথিবী তিনবার প্রদক্ষিণের চেয়েও বেশি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া