adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে নাক গলাতে নিষেধ করলো বাংলাদেশ

image_67846_0ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদ জানিয়ে পাকিস্তান পার্লামেন্টে বিল পাসের কড়া সমালোচনা করেছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আফরাসিয়াব মেহেদী হাশমি কোরায়শীকে ডেকে কড়া ভাষায় এর প্রতিবাদ জানানো হয়।
সন্ধ্যা পাকিস্তানি হাইকমিশনারকে ডেকে এ বিষয়ে প্রতিবাদ জানান বাইল্যাটেরাল কনসুলার মোস্তফা কামাল। এরপর ৬টা ৩৫ মিনিটে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
তিনি বলেন, ‘পাকিস্তান রাষ্ট্রদূতকে আমরা কড়া ভাষায় এর প্রতিবাদ জানিয়েছি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে বলা হয়েছে।’
 কাদের মোল্লার ফাঁসি বিষয়ে পাকিস্তানসহ কয়েকটি দেশ ও মানবাধিকার সংগঠনের উদ্বেগ প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন কারো ভয়ে ভীত নয়। যারা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের পৃথক পৃথকভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি।’
নুরেমবার্গ, টোকিও ও বুরুন্ডি ট্রায়ালের কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘এসমস্ত ট্রায়ালে আসামিপক্ষের আপিলের কোনো সুযোগ ছিল না। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালৈর বিচারপ্রক্রিয়া সর্বোচ্চ স্বচ্ছতার সাথে করা হয়েছে।’  
পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক সভা এবং জাতীয় পরিষদে গৃহিত প্রস্তাবের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ইতিহাস সাক্ষী, পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে কী নির্মম গণহত্যা চালিয়েছিল।’গতকাল সোমবার পাকিস্তান জাতীয় পরিষদে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। পাকিস্তান জামায়াতের সাংসদ শের আকবর খান এই প্রস্তাব উত্থাপন করলে তাতে সমর্থন জানায় সরকারি দল মুসলিম লিগ। এছাড়া ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ, আওয়ামী মুসলিম লিগ, পাকিস্তান মুসলিম লিগ (কায়েদে আজম) ও জমিয়তে উলামা ইসলাম এই প্রস্তাবে সমর্থন জানায়।

প্রস্তাবটিতে বলা হয়, বাংলাদেশের উচিৎ হবে না ৪২ বছর আগের পুরনো ক্ষতকে নতুন করে জাগিয়ে তোলা। এতে বাংলাদেশে যুদ্ধাপরাধ-সংক্রান্ত সব ধরনের মামলা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানানো হয়। তবে এই প্রস্তাবে সমর্থন দেয়নি ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া