adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পর্যটকশূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত

image_67858_0কক্সবাজার: লাগাতার রাজনৈতিক অস্থিরতার কারণে মৃতপ্রায় হয়ে পড়েছে দেশের পর্যটন খাত। ভরা মৌসুমেও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতসহ পর্যটন নগরী কক্সবাজার এখন পর্যটনশূন্য হয়ে পড়েছে। ছিটেফোটা পর্যটকও খুঁজে পাওয়া যাচ্ছে না পর্যটন স্পটগুলোতে।চরম দুর্দিন চলছে দেশের পর্যটনখাতে। চরম মন্দায় পথে বসেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সেই সঙ্গে চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বিপুল সংখ্যক পর্যটনকর্মী। এ অবস্থা চলতে থাকলে পর্যটন স্পটগুলো অচিরেই অস্তিত্ব হারিয়ে ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।পর্যটন করপোরেশনের পরিসংখ্যান মতে, বিগত এক বছরে যে পরিমাণ পর্যটক কক্সবাজারে এসেছে তা স্বাভাবিক মৌসুমের তুলনায় ৩০ ভাগের এক ভাগও নয়। এর মধ্যে বিদেশি পর্যটক ছিল হাতেগোনা কয়েকজন। হিসাবমতে, কয়েক মাসে পর্যটন খাতে বিনিয়োগ করা অন্তত তিন হাজার কোটি টাকা গচ্ছা দিতে হয়েছে ব্যবসায়ীদের। এর ওপর পর্যটন কর্মীরা বেকার হয়ে পড়ায় লোকসান দাঁড়িয়েছে শতকোটি টাকার উপরে।হোটেল-মোটেল মালিক সমিতি সূত্রমতে, গত এক বছরে উন্নত ও মধ্যমানের কোনো হোটেল-মোটেল ও গেস্টহাউজে কোনো ধরণের বুকিং ছিল না বললেই চলে। এর মধ্যে অন্তত শতাধিক হোটেল মোটেল বন্ধ ছিল সারাটা বছরই। রাজনৈতিক সংকট বাড়ার সঙ্গে সঙ্গে আরো রেকর্ড পরিমাণ হোটেল-মোটেল ও গেস্টহাউজ বন্ধ হওয়ার পথে। নিন্মমানের কিছু হোটেল-মোটেলে নামমাত্র বুকিং করা হলেও তা ছিল লোকসানের।গত ১৬ ডিসেম্বর কক্সবাজার সৈকত ঘুরে দেখা গেছে, মহান বিজয় দিবসের ছুটির দিনেও কোনো পর্যটক নেই। স্থানীয় কিছু লোকজনের আনাগোনা থাকলেও জনমানবহীন খাঁ খাঁ করছে বিস্তীর্ণ সমুদ্র সৈকতের বালিয়াড়ি। লাবণী পয়েন্টে, সীগাল, সী ইন  পয়েন্টে, লংবিচ, পর্যটন শৈবাল, ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট থেকে কলাতলি সুইটিস ফিঙ্গার পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটার সৈকতে হাজারো কিটকটগুলো অবহেলায় পড়ে আছে। বিচ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা কাটিয়েছে অলস সময়।এছাড়া মহেশখালীর আদিনাথ মন্দির, সোনাদিয়া, সেন্টমার্টিন, হিমছড়ি, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, ইনানী বিচেও ছিল একই অবস্থা।সৈকত বিচ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কাসেম আলী বলেন, ‘রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে গেল এক বছর ধরে ব্যবসায় চরম মন্দা যাচ্ছে। বেচা-বিক্রি না থাকায় দৈনন্দিন খরচাও বহন করতে হচ্ছে। বর্তমানে এমন পর্যায়ে দাঁড়িয়েছি, এখন খরচাদি বহন করতেও অক্ষম হয়ে পড়েছি। ব্যবসায়ীরা এখন আর্থিকভাবে চরম দুর্দিন অতিবাহিত করছে।’বার্মিজ মার্কেটের ব্যবসায়ীরা জানান, মাসের পর মাস দোকানগুলো পাহারা দেয়া ছাড়া আর কোনো কাজ নেই। রাজনৈতিক সব সহিংসতা এ এলাকা কেন্দ্রিক সংঘটিত হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও স্থানীয় ক্রেতারাও এখানে কেনাকাটা করতে আসতে পারে না। ফলে দিনের পর দিন লোকসান আর লোকসানই দিতে হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রের দাবি, বেতন ভাতা দিতে না পারায় হোটেল মোটেল ও গেস্টহাউজসহ সব পর্যটন ব্যবসা থেকে প্রায় ২০ হাজার কর্মী ছাঁটাই করেছে সংশ্লিষ্টরা।কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, ‘দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।’তিনি সরকারও বিরোধীদলকে উদ্দেশ করে বলেন, ‘অনেক হয়েছে। দয়া করে এখন থামুন। যদি না থামেন তাহলে দুর্ভিক্ষে মারা যাবে পর্যটন শিল্প ও তার কারিগররা।’কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, ‘দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে তাতে অচিরেই অস্থিত্ব হারাবে পর্যটন শিল্প।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া