adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সম্ভাবনাময় পর্যটনশিল্পে ধস

image_67692বান্দরবান: রাজনৈতিক অস্থিরতায় পাহাড়ের সম্ভাবনাময় পর্যটন শিল্পে নেমে এসেছে স্থবিরতা। ধীরে ধীরে বিদেশি পর্যটক শূন্য হয়ে পড়ছে পার্বত্যাঞ্চল। আগ্রহ হারাচ্ছেন দেশি পর্যটকরাও।
এ পরিস্থিতিতে চরম সংকট দেখা দিয়েছে সবুজ অরণ্যে ঘেরা প্রকৃতির অপার সৌন্দর্যের এ লীলাভূমি কেন্দ্রিক পর্যটন খাত।
গত কয়েক মাস ধরেই দেশের রাজনৈতিক অস্থিরতা, টানা অবরোধ ও হারতালে তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি প্রাণহীন হয়ে পড়ছে। ধস নামতে শুরু করেছে পর্যটন ব্যবসায়।  বেকার হয়ে পড়েছে এ খাতে বিভিন্ন কাজে নিয়োজিত লোকজন। গতিহারাচ্ছে পাহাড়ের তথা দেশের অর্থনীতি।
বছরের এ সময়ে বান্দরবানের নীলাচল, প্রান্তিক লেক, নীলগিরি, বৌদ্ধ ধাতু জাদি, চিম্বুক, বগালেক, রিঝুক ঝর্ণা, মিরিঞ্জা ভারি হয়ে ওঠে পর্যটকের পদচারণায়। অথচ আজ এসব সৌন্দর্যের লীলাভূমি যেন ‘উদাসী হাওয়ায় দোল দিয়ে যায়’। এদিকে হোটেল, গেস্ট হাউস ও রেঁস্তোরাগুলোও এখন খদ্দের ছাড়া খা খা করছে। 
বান্দরবান জেলা শহরের হোটেল গ্রিনহিলের ম্যানেজার আশিষ ধর বলেন, হোটেলগুলোতে ডিসকাউন্ট দিয়েও পর্যটক মিলছে না। পর্যটনের এ অবস্থা নিয়ে শঙ্কিত তিনি।
মেঘলা পর্যটন কেন্দ্রে আসা পর্যটক রবিউল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা ভেবে রাজনৈতিক দলগুলোকে পর্যটন সমৃদ্ধ জেলাগুলোকে হরতালের আওতামুক্ত রাখা উচিত।
বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের জানান, পর্যটন শিল্প সম্পূর্ণ নির্ভর করে একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্ত পরিবেশের ওপর। এক বছর ধরে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সারা বিশ্বে আলোচিত হয়েছে। এ পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিদেশি পর্যটকরা বাংলাদেশ বিমুখ হয়ে পড়েছে। দেশি পর্যটকরাও বাড়ি থেকে বের হতে পারেন না কিংবা সাহস করেন না। এভাবে চলতে থাকলে অচিরেই এ শিল্প ধ্বংস হয়ে যাবে ।
বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় তারা সতর্ক, যারা আসছেন তাদের নিরাপত্তা দেয়া হচ্ছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পর্যটনস্পট আলুটিলা, রিচাং ঝর্ণা, তৈদু ঝরা ঝর্ণা, দেবতা পুকুর, পানছড়ি অরণ্য কুটির এখন আর আগের মত পর্যটকের দেখা মেলে না। অলস সময় কাটছে পর্যটনস্পটে দায়িত্বরত কর্মচারিদের।
খাগড়াছড়ির শৈল সূবর্ণা হোটেলের মালিক নজরুল ইসলাম বলেন, বাইরের পর্যটকের আগমন না থাকার কারণে প্রতিদিন হোটেলে সিট খালি যাচ্ছে, গুণতে হচ্ছে লোকসান।
 
তিন মাস ধরে টানা হরতাল-অবরোধের কারণে রাঙামাটি পার্বত্য জেলার বন বিহার, ডিসি বাংলো, সুভলং ঝর্ণা ও ঝুলন্ত ব্রিজ-পর্যটন গুলোতে আগের মত পর্যটকের দেখা মিলছে না। এ অবস্থায় হোটেল-মোটেলগুলো তিন মাসে তিন থেকে চার কোটি টাকা লোকসান গুণছে। শীত মৌসুমেও পর্যটক না আসায় ইতোমধ্যে ছোট ছোট অনেক হোটেল বন্ধ হয়ে গেছে।
রাঙামাটির গ্রিনক্যাসাল হোটেলের ম্যানেজার গৌতম দাশ বলেন, হোটেলে ব্যবসা না থাকার কারণে অধিকাংশ কর্মচারিকে ছাঁটাই করতে হয়েছে।
হোটেল সুফিয়ার ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম মুন্না বলেন, ‘এমনিতে ব্যবসায় লোকসান তার ওপর কর বিভাগের বাড়াবাড়ি ও অন্যদিকে চাঁদাবাজি, সব মিলিয়ে শান্তিতে নেই আমরা’। এ পরিস্থিতি চলতে থাকলে অচিরেই হোটেল বন্ধ করে দিতে হবে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বান্দরবানের ফারুক পাড়ার হস্তশিল্প ব্যবসায়ী নুপিয়াং বম বলেন, ‘বিভিন্ন ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে মাফলার,চাদর ও কম্বল তৈরী করে মাথায় হাত দিয়ে বসে আছি, পর্যটকের দেখা নেই’। 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া