adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাল্টা আঘাত মঙ্গলবার থেকেই

image_67664_0ঢাকা: ১৮ দলীয় জোট ও জোটের অন্যতম শরিক জাময়াতের ডাকা হরতাল-অবরোধে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর থেকে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। প্রয়োজনে পাড়া-মহল্লায় সন্ত্রাসী প্রতিরোধ কমিটি গঠন করে দলের নেতাকর্মীরা মাঠে থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এছাড়া আওয়ামী লীগ নেতারা এমনও বলেছেন, যে কোনো ধরণের আঘাত এলে পাল্টা আঘাত করা হবে।  

সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর থেকে তিন দফায় ১৫ দিনের হরতাল-অবরোধে বিভিন্ন ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। আওয়ামী লীগের দাবি, এসব কর্মকাণ্ডের জন্য হরতাল-অবরোধকারীরাই দায়ী। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলাগুলোতে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতারা। এই সন্ত্রাস প্রতিরোধ কমিটির নেতৃত্ব দেবেন মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতারা। প্রতিটি এলাকার পাড়া-মহল্লায় ১৮ দলীয় জোটের যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধে তারা তৎপর থাকবে বলেও ওই সূত্র দাবি করেছে।

এদিকে গত ৬ ডিসেম্বর জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফর্নান্দেজ তারানকো বাংলাদেশে আসেন। নির্বাচনকালীন সরকার ও আগামী জাতীয় দশম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন তিনি। কিন্তু বৈঠকে কোনো সমঝোতা হয়নি। তারানকো ব্যর্থ হয়ে ফিরে গেছেন। ফলে ১৮ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধও বন্ধ হয়নি। গত কয়েকদিনের সহিংসতায় জীবন গেছে প্রায় ৩০ জন সাধারণ মানুষসহ রাজনৈতিক নেতার।

এছাড়া নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে তারানকো চলে যাওয়ার পরও আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কয়েক দফা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। অন্যদিকে ১৮ দলীয় জোট মঙ্গলবার থেকে আবারো অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়েছে।

অন্যদিকে দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আওয়ামী লীগের ১৫৪ প্রার্থী। এ অবস্থায় নির্বাচন কমিশন তাদের নির্বাচিত ঘোষণা করলেই একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে পারবে আওয়ামী লীগ। এ অবস্থায় বিএনপিকে নির্বাচনে আনতে আওয়ামী লীগও আর মনোযোগী নয়।

ফলে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আন্দোলন চালিয়ে যাবে এবং এসব আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়বে। তবে হরতাল-অবরোধে সহিংসতার দায় ১৮ দলীয় জোট কাঁধে নিতে নারাজ। তাদের বক্তব্য, সরকারের লোকজনই এসব সহিংসতার জন্য দায়ী। তাই সহিংসতার বিরুদ্ধে পাল্টা আঘাত করতেই আওয়ামী লীগ মাঠে নামছে মঙ্গলবার থেকে।

এ ব্যাপারে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিএনপি-জামায়াত জোট এখন সন্ত্রাসী জোটে পরিণত হয়েছে। তারা রাজনীতি করে না। তারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের অনেক সুযোগ দেয়া হয়েছে। তাদের আর সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ দেয়া হবে না। তাদের প্রতিহত করতে ঢাকা মহানগর, থানা ও ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলাগুলোতে সন্ত্রাস দমন কমিটি গঠন করবে আওয়ামী লীগ। ১৭ ডিসেম্বর থেকে ১৮ দলীয় জোটের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।’

তিনি বলেন, ‘১৭ ডিসেম্বর থেকে দেশের প্রতিটি পাড়া-মহল্লায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করবে। কারণ যখন দেশের মানুষ বিজয় দিবস পালন করছে, তখন জামায়াত-শিবির তাণ্ডব চালাচ্ছে।’  

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ১৭ ডিসেম্বরের পর থেকে আওয়ামী লীগ মাঠে থাকবে। যে সময় দেশবাসী বিজয় দিবস পালন করবে সেই মুহূর্তে জামায়াত-বিএনপি জোট নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। বাসে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারছে। এই সন্ত্রাসী জোটকে আর আওয়ামী লীগ ছাড় দেবে না।’

হানিফ বলেন, ‘আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। ধৈর্যের বাঁধ বেঙে গেছে। বিজয় দিবসের পরদিন থেকে যেখানে আঘাত সেখানেই পাল্টা আঘাত করা হবে। ভবিষ্যতে সন্ত্রাসী জোট নৈরাজ্যের সৃষ্টি করতে চাইলে জনগণকে নিয়ে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।’

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও তাদের কঠোরভাবে দমন করবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন বলেন, ‘বিএনপি-জামায়াত সন্ত্রাসী জোটকে আওয়ামী লীগ ছাড় দেবে না। ১৭ ডিসেম্বরের পর থেকে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী মাঠে থাকবে। প্রয়োজনে পাড়া-মহল্লায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসী প্রতিরোধ কমিটি থাকবে।’

তিনি বলেন, ‘দেশে আজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে। এ মুক্তিযুদ্ধ শুধু পাক হানাদার বাহিনীর দোসরদের বিরুদ্ধে। এর নেতৃত্ব আওয়ামী লীগকেই দিতে হবে।’  

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘১৮ দলীয় জোট দেশে অনেক তাণ্ডব চালিয়েছে। ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেয়া হবে না। প্রয়োজনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আবারও দ্বিতীয় মুক্তিযুদ্ধে নেমে পড়বে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া