adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আকাশপথেও র‌্যাবের টহল

image_67437ঢাকা: বিজয় দিবস উপলক্ষে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে হেলিকপ্টার যোগে টহল শুরু করেছে র‌্যাব। রোববার বেলা ১২টা থেকেই আকাশপথে র‌্যাবের এ টহল শুরু হয়। সোমবার বিজয় দিবস উদযাপনের সমাপ্তি পর্যন্ত এ টহল চলবে।

র‌্যাবের প্রধান কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

র‌্যাবের প্রধান কার্যালয়ের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান, নাশকতা বা সহিংসতা মোকাবিলায় রাজধানীর সার্বিক আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণে হেলিকপ্টারে করে র‌্যাবের টহল শুরু হয়েছে। রোববার বেলা ১২টা থেকে হেলিকপ্টার যোগে র‌্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে।  

জাতীয় স্মৃতিসৌধ, প্রধানমন্ত্রীর দপ্তর, বঙ্গভবন, কূটনৈতিক পাড়া, সচিবালয় এলাকা, দূতাবাসসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে র‌্যাব হেলিকপ্টার থেকে নজরদারি করবে। ব্যবহার করা হবে শক্তিশালী দূরবীনও।

হাবিবুর রহমান আরো জানান, বিজয় দিসবের নিরাপত্তায় র‌্যাবের পক্ষ থেকে আলাদা পরিকল্পনা নেয়া হয়েছে। রাজধানীসহ সারা দেশে সাড়ে ৫ হাজার র‌্যাবের সদস্য মাঠে থাকবে। এছাড়া সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম আগেই শুরু করা হয়েছে। বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায়ও নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। র‌্যাবের বোমা নিস্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড টিমের পাশাপাশি ওয়াচ টাওয়ারের মাধ্যমে স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, নাশকতার আশঙ্কায় এবার নিরাপত্তা জোরদারে অন্যান্য বছরের তুলানায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। নাশকতার পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হতে বিশেষ গোষ্ঠীর ওপর নজরদারি বাড়ানো হয়েছে। একটি বিশেষ রাজনৈতিক দলের নেতকর্মীদের কার্যক্রমের খোঁজখবর রাখা হচ্ছে। যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে র‌্যাব। আন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে র‌্যাব রাজধানীর সার্বিক নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া