adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলে ফুলে ভরে গেছে স্মৃতিসৌধের বেদী

image_67271_0ঢাকা: ফুলে ফুলে ভরে উঠেছে রাজধানীর মিরপুরস্থ শহীদ বুদ্ধজীবী স্মৃতিসৌধ। শনিবার প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধরণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ চত্বর। পরে একে একে আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠন, সাংস্কৃতিক ও   পেশাজীবী সংগঠন, বিভিন্ন স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ। সেখানে তারা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৭টায় প্রথমে স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে, সকাল সাড়ে ৮টায় বিরোদীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া, শহীদ বেদীতে শ্রদ্ধা জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (জাসদ), এলডিপি, নাগরিক ঐক্য, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ওয়ার্কার্স পার্টি, বাংলা একাডেমি, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, যুব মহিলা লীগ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শ্রদ্ধা জানান।

বেলা বাড়ার সঙ্গে স্মৃতিসৌধ চত্বরে উপস্থিতিতি বাড়তে থাকে। অনেকে পরিবার-পরিজন নিয়ে শহীদের স্মরণ করতে স্মৃতিসৌধে এসেছেন।

স্কুল শিক্ষক ফাইম হাসান বাংলামেইলকে জানান, দেশের সূর্য সন্তানদের স্মরণ করতে প্রতিবছরের এই দিনে এখানে আসেন। তাদেরকে ভুলে গেলে চলবে না। তারা আজ ইতিহাস, আর সেই ইতিহাস মনের মধ্যে লালন করতে হবে।

স্মৃতিসৌধের পাশেই ইতিহাসের সাক্ষ্য বহনকারী বিভিন্ন ছবি প্রদর্শনের আয়োজন করেছে মুক্তিযুদ্ধে কিশোর পাঠ নামে একটি সংগঠন। এসব ছবি দেখিয়ে ছোট সোনামনিদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর চেষ্টা করছে অনেক পিতা-মাতা।

মোহসিনা আক্তার নামে এক মা বাংলামেইলকে জানান, তারা (ছোট ছেলে-মেয়ে) এদেশের সন্তান। এ দেশ কীভাবে স্বাধীন হয়েছে, এদের জানা দরকার। তাহলেই তারা দেশের প্রতি বেশি শ্রদ্ধাশীল হবে। তারা যেন দেশের সঠিক ইতিহাস জানতে পারে এ কারণে তাদের এখানে নিয়ে এসেছি।

রিতু নামে এক ক্ষুদে শিক্ষার্থী জানান, বাবা-মার সঙ্গে স্মৃতিসৌধে ফুল দিতে এসেছি। এখানে এসে অনেক মুক্তিযোদ্ধার ছবি দেখতে পেয়েছি। আমার খু্ব ভালো লাগছে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের ধরে নিয়ে নারকীয় হত্যাযজ্ঞ চালায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া