adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্মমতার অনুভূতি নির্মমভাবেই বোঝালো শিশুরা

image_67315_0ঢাকা: ভোরের কনকনে ঠাণ্ডা। তার ওপর হিম শীতল বাতাস। এর মাঝে আলগা শরীরে গোটা ত্রিশের মত শিশু শুয়ে আছে রায়েরবাজার বধ্যভূমিতে। দেখে বোঝার উপায় নেই যে তারা সবাই জীবিত। তাদের কারো আবার পরেনি দুধের দাঁত। তবুও এসেছেন অনুভব করতে এবং করাতে সেই সব শহীদ বুদ্ধিজীবীদের কষ্ট। যখন তাদের ফেলে রাখা হয়েছিল এই বধ্যভূমিতে।

একাত্তরের এই দিনে যখন পাকবাহিনী বুঝতে পারে তারা নিশ্চিতভাবে হেরে যাচ্ছে। ঠিক তখন হায়েনারা সিন্ধান্ত নেয় এদেশের সব বুদ্ধিজীবীদের হত্যা করার। অভিযান চলে শহরের পর শহর, গ্রামের পর গ্রামে। ধরে আনা হয় শহীদুল্লা কায়সার, জহির রায়হান, মুনির চৌধুরীর মত অনেক বুদ্ধিজীবীকে। কারো তুলে ফেলা হয় চোখ, কারো আবার কেটে ফেলা হয় রগ। এভাবেই সারা রাত চলে ওই সব মহান শহীদদের ওপর নির্যাতন। পরে তাদের ফেলা যাওয়া হয় এই বধ্যভূমিতে। যেখানে আজ এই সব শিশুরা শুয়ে আছেন তাঁদের মত করে।

রায়েরবাজার বধ্যভূমিতে শনিবার দিনব্যাপী চলে নানা আয়োজন। যার মূল লক্ষ্য ছিল বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতে। এই ব্যতিক্রমী আয়োজনের পেছনে ছিল কেন্দ্রীয় খেলাঘর। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে এ আয়োজনের উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। পরে তিনিই পানি পান করিয়ে শিশুদের ওই কর্মসূচি শেষ করেন।

এর আগে শিশুদের এমন ভিন্ন ধারার পরিবেশনা দেখে মুগ্ধ হয়ে নানক বলেন, ‘সেদিন ঠিক যেমন ভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে ফেলে রাখা হয়েছিল, আজ ঠিক সেভাবেই শহীদদের অনুভূতিকে স্মরণ করছে এই শিশুরা।’

অবস্থান কর্মসূচির শেষে কথা হয় এক শিশুর সঙ্গে। যে কি না কাল রাত থেকে এখানে শুয়ে ছিল আলগা শরীরে। তার নাম রাফিত আফসার। সে খিলগাঁও উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পরে। মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বুদ্ধিজীবীদের সবার কাছে স্মরণ করিয়ে দিতে সে এখানে এসেছে। এ ধরনের ভিন্ন ধারার আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে কেমন লাছে জানতে চাইলে মৃদু হেসে রাফিত বলে, ‘খুব খুব খুব… বেশী ভালো লাগছে।’

এভাবে সারা রাত কাটানোর পর এখন কেমন লাগছে জানতে চাইলে সে বলে, ‘একটু একটু মাথা ঘুরছে।’

কষ্ট হচ্ছে কি না জানতে চাইলে সে বেশ কড়া সুরে জানায়, ‘মোটেও না। আমাদের দেশের শহীদদেরতো এখানে এভাবে মেরে ফেলে রাখা হয়েছিল। আমাদের তো আর মেরে ফেলা হয়নি।’

যারা এসব মহান শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করেছে তাদের কী করা উচিৎ এমন এক প্রশ্নের জবাবে তার সোজা উত্তর, ‘সবার বিচার করতে হবে এবং কাদের মোল্লার মত ফাঁসি দিতে হবে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া