adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

image_67182_0ঢাকা: ১৯৭১ এ পুরো জাতির ওপর খড়গ হস্তে নেমেছিল পাকিস্তানী মিলিটারি বাহিনী আর তাদের দোসর রাজাকাররা। দীর্ঘ নয় মাসে আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম ঠিকই কিন্তু সে স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল। পাকিস্তান সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে আমাদের লাখ লাখ মুক্তিকামী নিরীহ জনতাকে হত্যা করেছিল এদেশেরই কিছু মানুষ। যুদ্ধ শেষ হলেও তাদের প্রতি জাতির আজন্ম ঘৃণা কোনদিন ফুরোবার নয়। এইসব ঘৃণ্য রাজকার ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দীর্ঘদিন সংগ্রাম করে এসেছে এদেশের মানুষ। কিন্তু তাদের বিচার হয়নি। সে ক্ষোভ সে হতাশা সে গ্লানি আমাদের চিরকালের- এমনটাই হয়তো ধরে নিয়েছিল সবাই। কিন্তু তরুণপ্রজন্ম লাখো শহীদের সে ঋণ শোধে পথে নেমে আসে। আন্দোলন আর গণদাবির মুখে সবশেষে গত বৃহস্পতিবার রাতে যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক ট্রাইবুনালের রায় হিসেবে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর হলো । কাদের মোল্লার মৃত্যুর মধ্য দিয়ে সূচিত হলো লাখো শহীদ আর নির্যাতিত মা বোনদের ওপর চালানো অত্যাচারের প্রথম শোধ। এ প্রসঙ্গেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশের সংস্কৃতি অঙ্গনের অনেকেই জানালেন তাদের অভিব্যক্তি। 
 
যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পরিপ্রেক্ষিতে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম বলেন, ‘আমরা তো বহুদিন ধরেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছি। এটা প্রথম রায় কার্যকর হলো। প্রতিহিংসা পরায়ণ হয়ে নয়, আমরা চাই আইন সম্মতভাবে প্রতিটি রায় কার্যকর হোক। অপরাধের শাস্তি না হলে সমাজে অপরাধ বেড়ে যায়। তাই যে কোনো অপরাধেরই শাস্তি হওয়া উচিৎ।  একাত্তরে তাদের বিচার হয়নি বলেই তারা এতদূর পর্যন্ত শেকড় বিস্তার করতে পেরেছে। এখন সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশটাকে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে প্রচারমাধ্যমগুলোর অনেক বড় ভূমিকা পালন করার আছে। তারা সে দায়িত্বটি পালন করুক এমন কামনাই করি।’
 
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, ‘কাদের মোল্লার ফাঁসি কর্যকরের বিষয়টি ছিল প্রতীক্ষিত। তবে এটাকে কেন্দ্র করে দেশব্যাপী জামায়াত-শিবির যে তাণ্ডব চালাচ্ছে, তা এখন জঙ্গি রূপ ধারণ করেছে। আর তাই এখনই আইন করে এদের সব ধরনের কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে।’
 
অভিনেতা মামুনুর রশীদ বলেন, ‘শুধু কাদের মোল্লার নয়, একে একে সকল যুদ্ধাপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। একাত্তরে জামায়াতের যে রূপ আমরা দেখেছি, স্বাধীন বাংলাদেশেও সেই একই রূপ দেখছি। তাই যুদ্ধাপরাধীদের সংগঠন হিসেবে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। প্রয়োজনে আইন করে এদেরকে প্রতিহত করতে হবে।’
 

এ প্রসঙ্গে চলচ্চিত্রনির্মাতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিচার প্রক্রিয়া নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল। কিন্তু আমি শুরু থেকেই বিশ্বাস করেছি বিচার হবে, বিচারের রায়ও কার্যকর হবে। সেটাই হলো আজ। মূল বিষয় হচ্ছে লড়াই, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’
 
চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম বলেন, ‘আমরা খুশি। দীর্ঘদিন পর বাঙালির ঋণ ও কলঙ্ক মোচনের পথে যাত্রা শুরু হলো। দাবি জানাই, বাকি বিচারগুলোও দ্রুত সম্পন্ন হোক। তবে একটা কথা বলতে চাই, আমরা প্রমাণ করতে পেরেছি যে চলমান যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমটি আমরা অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এবং খুবই উঁচু স্ট্যান্ডার্ড বজায় রেখে সম্পন্ন করতে পারছি। বাংলাদেশের এ বিচার সারা বিশ্বে উদাহরণ হয়ে থাকবে। তবে যুদ্ধাপরাধীদের বিচারের ফলে জামায়াত-শিবির যে তাণ্ডব চালচ্ছে তা আশা করি আমরা মোকাবেল করতে পারবো। হয়তো তাৎক্ষণিকবভাবে আমাদের আরো কিছু বিসর্জন দিতে হবে। কিন্তু এটি আমাদের  মোকাবেলা করতে হবে। মনে রাখতে হবে, আমরা একটি বড় বিচারকাজ সম্পন্ন করছি। এজন্য আমাদের সহনশীল হতে হবে। নির্বাচনের জটিলতা তৈরি না হলে জামায়াত-শিবিরকে আরো ভালোভাবে মোকাবেলা করা যেতো।’
 
গণসংগীত শিল্পী ফকির আলমগীর বলেন, ‘বিজয়ের মাসে কসাই কাদেরের ফাঁসির মাধ্যমে আবারো প্রমাণিত হলো বাঙালি মাথা উঁচু করে বাঁচতে জানে। আর তাই সকল অনিশ্চয়তা ও বাধা-বিপত্তি পেরিয়ে আজ যুদ্ধাপরাধীদের বিচারকার্য এগিয়ে চলেছে। তবে শুধু বিচার করলে হবে না, এদের মূল উৎপাটন করতে হলে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
 
অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এটা আমাদের গর্বের বিষয়, আনন্দের বিষয়। বিশেষ করে বিজয়ের মাসে এই প্রাপ্তি আমাদেরকে আরো আশাবাদী করে তুলবে। তবে সহিংসতার মাধ্যমে জামায়াত-শিবির যে ন্যক্কারজনক পরিস্থিতির সৃষ্টি করেছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে সমগ্র বাঙালি জাতিকে।’
 

গণজাগরণ সংস্কৃতি মঞ্চের সদস্য সচিব বেলায়েত হোসেন মামুন বলেন, ‘৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে যে ন্যায্য আন্দোলনের সূচনা হয়েছিল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের মাধ্যমে তার প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। চূড়ান্ত বিজয় তখনই অর্জিত হবে, যখন সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’
 
এছাড়া, অনেকেই কাদের মোল্লার ফাঁসি কার্যকর করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করেন। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া