adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বগুড়ায় ১২০ টাকা কেজি পেঁয়াজ

বগুড়া: টানা অবরোধে বগুড়ায় আবার পেঁয়াজের দাম বেড়েছে। গত সপ্তাহের ৯০ টাকা কেজির পোঁজ শুক্রবার ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। অবরোধের প্রভাবে সবজির দাম কমে গত সপ্তাহের মতই রয়েছে।

বিক্রেতারা বলছেন, প্রচুর সবজির আমদানি থাকলেও পাইকারি ক্রেতা না থাকায় সবজির দাম কমেছে। তবে এ সময় চাষিরাও ক্ষেত থেকে বেশি সবজি তুলছেন না। গত সপ্তাহের দামেই বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে। নতুন আলু ২৫ টাকা, বেগুন ১৫ টাকা, শিম ২০ টাকা , ফুলকপি ও বাঁধাকপি ১০ টাকা, মুলা ১০ টাকা এবং কাঁচা মরিচ ২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজারে পেঁয়াজের দাম প্রতিদিনই বাড়ছে। নতুন পেঁয়াজ বাজারে নামলেও বাজার নিয়ন্ত্রণে নেই। ব্যবসায়ীরা বলছেন আমদানি করা পেঁয়াজ বাজারে আসতে না পারায় পেঁয়াজের দাম বাড়ছে। হরতাল অবরোধ এ অবস্থায় থাকলে পেঁয়াজের দাম আরো বাড়বে।

কেজিতে ২০ টাকা করে বেড়েছে আদা-রসুনের দামও।

শুক্রবার বগুড়ায় আদা এবং রসুন ১১০ থেকে ১১৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। সেইসঙ্গে দাম বেড়েছে তেল ডাল ও ব্রয়লার মুরগি।

ডালের দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে পাঁচ টাকা বেড়ে ১৩০ টাকা এবং সয়াবিন তেল লিটারে পাঁচ টাকা বেড়ে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন চাল বাজারে উঠলৈও দাম কমেনি। চালের দাম গত সপ্তাহের মতই স্থিতিশীল আছে। মিনিকেট ৪৫ এবং অন্য চাল ৪০ থেকে ৪২ টাকা কেজি। সুগন্ধী চাল ৯০ টাকা।

বাজারে সব ধরনের মাছ এবং ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে। ব্রয়লার সাদা ১২০টাকা থেকে বেড়ে ১৩০ এবং পাকিস্তানী ১৬০ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা কেজি। গরুর গোস্ত ২৯০ এবং খাসির গোস্ত ৪০০টাকা কেজি। ডিমের হালি প্রতি ৩ টাকা বেড়ে এখন ৩৫ টাকা হালি বিক্রি হচ্ছে।

শুক্রবার  সকালে বগুড়া শহরের সেউজগাড়ি কালিয়ার বাজার,খান্দার বাজার,রংপুর রোড কলেজ বাজার, কালিতলাহাট, গোদারপাড়া, মাটিডালি বাজার. নামাজগড়,কলোনী বাজার, রাজাবাজারসহ কয়েকটি বাজারে গিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, বাইরে থেকে সবজির ক্রেতা না থাকায় কৃষকরা স্থানীয় বাজারের জন্য অল্প করে সবজি সরবরাহ করছেন।

বাজারে দেশি ও ছোট  মাছের সরবরাহ বাড়লেও দামও  বেড়েছে। ইলিশসহ, রুই, কাতলার দামও বেড়েছে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা। ছোট মাছ ৭০০ থেকে ৯০০ টাকা এবং রুই-কাতলা ৫০০ থেকে ৬০০ টাকা কেজি। ইলিশ আবার ৮০০ টাকা থেকে এক হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে।

বগুড়া রাজাবাজার ব্যবসায়ী  ও আড়তদার সমিতির সভাপতি ফজলুর রহমান জানান, বাজারে প্রচুর শীতের সবজির আমদানি হওয়ায় দাম কমছে । তবে অবরোধের কারণে সবজির বাজার বেশি কমেছে। অবরোধ না থাকলে প্রচুর সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলে যেত। বাজারে এত আমদানি থাকতো না। তখন দামও বেশি হত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া